দুঃসময়ে হাত ছাড়ব না। এমনই বার্তা দিল উইলমার ইন্টারন্যাশনাল লিমিটেড। আদানি গোষ্ঠীর সঙ্গে ভারতে যৌথ উদ্যোগে ব্যবসা তাদের। আর তা অব্যাহত থাকবে, বলছে সংস্থা।
1/5দুঃসময়ে হাত ছাড়ব না। এমনই বার্তা দিল উইলমার ইন্টারন্যাশনাল লিমিটেড। আদানি গোষ্ঠীর সঙ্গে ভারতে যৌথ উদ্যোগে ব্যবসা তাদের। আর তা অব্যাহত থাকবে, বলছে সংস্থা। সম্প্রতি আদানি গোষ্ঠীর শেয়ার 'ম্যানিপুলেশন' এবং 'বিপুল ঝুঁকিপূর্ণ ঋণে'র এক রিপোর্ট প্রকাশিত হয়। তারপর থেকে দ্রুত নিম্নমুখী হয়েছে আদানি গ্রুপের ৭ সংস্থার শেয়ার। তবে এদিন উইলমার ইন্টারন্যাশানাল জানিয়েছে, 'শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে, এই ইউনিটের বিষয়ে নির্দিষ্ট কোনও সমস্যার কথা উল্লেখ করা হয়নি।' ফাইল ছবি: আদানি উইলমার (Adani Wilmar)
2/5 ব্লুমবার্গ নিউজের তরফে আদানি গোষ্ঠীর বর্তমান পরিস্থিতি নিয়ে উইলমারের অবস্থান জানতে চাওয়া হয়। ইমেলে লিখিত উত্তরে উইলমার ইন্টারন্যাশানাল জানায়, 'আদানি উইলমারের রোজকার কাজকর্ম একদল পেশাদার ডিরেক্টর এবং একটি নিরপেক্ষ টিম দ্বারা চালিত হয়। বোর্ডের সভাপতি হিসাবেও এক স্বাধীন ডিরেক্টকর রয়েছেন।' (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (Adani Wilmar)
3/5আদানি-উইলমার জুটি কীভাবে কাজ করে, তারও উল্লেখ করা হয়েছে উক্ত ইমেলে। সেখানে বলা হয়েছে, 'এই ব্যবসায় উইলমার পণ্য, ভোক্তা পরিষেবা, ব্যবসাগত দিকগুলি দেখে। অন্যদিকে আদানি গোষ্ঠীর হাতে পরিবহণ এবং নিয়ন্ত্রক নিয়মবালীর পর্যবেক্ষণ ইত্যাদি রয়েছে।' ফাইল ছবি: আদানি উইলমার (Adani Wilmar)
4/5'আমাদের ভারতীয় পার্টনারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব,' জানিয়েছে উইলমার গোষ্ঠী। আদানি উইলমার সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হয়েছে। তবে এই জুটির পথ চলা শুরু বহু আগে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Adani Wilmar)
5/5 সুদূর ১৯৯৯ সালে এই যৌথ উদ্যোগ স্থাপিত হয়। তারপর প্রায় ২৩ বছর পেরিয়ে গিয়েছে। সংস্থার অধীনে বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। ভোজ্যতেল, গমের আটা, চাল, ডাল এবং চিনির মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের ব্যবসা করে এই সংস্থা। ফাইল ছবি: এএফপি (Adani Wilmar)