বাংলা নিউজ > ঘরে বাইরে > গণতন্ত্র নিয়ে চিনকে বার্তা, ব্লিনকেনের সঙ্গে বৈঠকে দলাই লামার প্রতিনিধি

গণতন্ত্র নিয়ে চিনকে বার্তা, ব্লিনকেনের সঙ্গে বৈঠকে দলাই লামার প্রতিনিধি

ছবি সৌজন্যে টুইটার

ব্লিনকেনের সঙ্গে নাগরিক সমাজের বিশিষ্ট জনদের বৈঠকে উপস্থিত ছিলেন দলাই লামার প্রতিনিধি ডংচুং।

শীর্ষ গণতন্ত্র হিসেবে ভারত এবং আমেরিকার একসঙ্গে দাঁড়িয়ে থাকা উচিত। বিশ্ব জুড়ে গণতন্ত্র এবং স্বাধীনতা ঝুঁকির সম্মুখীন। আজ ভারতে এসে এমনই বললেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। এদিন ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন ব্লিনকেন। তাঁধের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলাই লামার প্রতিনিধিও। আজকে ১০ মিনিট পৃথক ভাবে কথা বলেন ব্লিনকেন এবং তিব্বতি প্রতিনিধি।কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে তিব্বতি সরকারের প্রতিনিধি থাকায় চটতে পারে চিন।

জানা গিয়েছে এদিন ব্লিনকেনের সঙ্গে নাগরিক সমাজের বিশিষ্ট জনদের বৈঠকে উপস্থিত ছিলেন নগোডুপ ডংচুং। তিনি সেই বৈঠকে সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনস্ট্রেশনের প্রতিনিধি হয়ে এসেছিলেন। এদিন নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দেখা করার পর ব্লিনকেন নিজেই একটি টুইট করেন। সেখানে নগোডুপ ডংচুংয়ের ছবি আলাদা করে পোস্ট করেন তিনি। যা বেশ তাত্পর্যপূর্ণ। পরবর্তীতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফেও একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'আজ সকালে দলাই লামার প্রতিনিধির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল সেক্রেটারি ব্লিনকেনের।'

শীর্ষ গণতন্ত্র হিসেবে ভারত এবং আমেরিকার একসঙ্গে দাঁড়িয়ে থাকা উচিত। বিশ্ব জুড়ে গণতন্ত্র এবং স্বাধীনতা ঝুঁকির সম্মুখীন। আজ ভারতে এসে এমনই বললেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। এদিন ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন ব্লিনকেন। তাঁধের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলাই লামার প্রতিনিধিও। আজকে ১০ মিনিট পৃথক ভাবে কথা বলেন ব্লিনকেন এবং তিব্বতি প্রতিনিধি।কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে তিব্বতি সরকারের প্রতিনিধি থাকায় চটতে পারে চিন।

জানা গিয়েছে এদিন ব্লিনকেনের সঙ্গে বিশিষ্ট জনদের বৈঠকে উপস্থিত ছিলেন নগোডুপ ডংচুং। তিনি সেই বৈঠকে সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনস্ট্রেশনের প্রতিনিধি হয়ে এসেছিলেন। এদিন নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দেখা করার পর ব্লিনকেন নিজেই একটি টুইট করেন। সেখানে নগোডুপ ডংচুংয়ের ছবি আলাদা করে পোস্ট করেন তিনি। যা বেশ তাত্পর্যপূর্ণ। পরবর্তীতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফেও একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'আজ সকালে দলাই লামার প্রতিনিধির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল সেক্রেটারি ব্লিনকেনের।'

|#+|

এর আগে ২০১৬ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেছিলেন দলাই লামা। সেই বৈঠকটির পাঁচবছর পর আজকে ব্লিনকেনের সঙ্গে দলাই লামার প্রতিনিধির বৈঠক সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এই দুই দেশের মধ্যে। এদিন নাগরিক সমাজের বৈঠকের পর অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে নগোডুপ ডংচুং ১০ মিনিট পৃথক ভাবে কথা বলেন বলেও জানা গিয়েছে। এদিকে চিন দলাই লামাকে বিচ্ছিনতাবাদী হিসেবে চিহ্নিত করে। এদিকে আমেরিকার এহেন পদক্ষেপে বেজিং কি প্রতিক্রিয়া দেয়, এখন সেটাই দেখার।

ঘরে বাইরে খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.