প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর রাস্তায় পথচলতি তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ১০ বছরের বালকের বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনার পর থেকেই ওই মহিলা প্রবলভাবে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওই মহিলার সঙ্গে এই যৌন হেনস্থার ঘটনা বেঙ্গালুরুর বিটিএম লে আউটে ঘটে গিয়েছে।
গোটা ঘটনার দৃশ্য হয়েছে ক্যামেরাবন্দি। নিজের কাজ সেরে অন্যান্য দিনের মতোই বেঙ্গালুরুর রাস্তা দিয়ে ফিরছিলেন ওই মহিলা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি রাস্তায় ক্যামেরা অন রেখেই তাঁর ভ্লগের জন্য ভিডিয়ো শ্যুট করছিলেন। তখনই রাস্তার অন্যপ্রান্ত থেকে আসছিল এক ১০ বছরের কিশোর। সে সাইকেলে আসছিল। আর সাইকেলে এসেই সেই মহিলার সঙ্গে ওই অভব্য যৌন আচরণ করে ওই নাবালক বলে অভিযোগ। ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার মহিলা, তাঁর ভিডিয়োয় গোটা ঘটনা বর্ণনা করেন। ঘটনায় হতচকিত হয়ে তিনি কেঁদে ফেলেন। উল্লেখ্য, বিটিএম লেআউটের পেইং গেস্ট হয়ে থাকেন নিগ্রহের শিকার এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি গোটা ঘটনা বর্ণনা করেন তাঁর সোশ্যাল মিডিয়া পোজে। তিনি বলতে থাকেন, ‘এটা আমার সঙ্গে কখনও হয়নি। আমার খুবই খারাপ লাগছে।’ তিনি বলেন, ‘ আমি হাঁটতে হাঁটতে একটা ভিডিও করছিলাম, এই ছেলেটা প্রথমে একই দিকে যাচ্ছিল তারপর আমাকে দেখে, ইউ-টার্ন করে আমার দিকে এল।’ ওই মহিলা ইনফ্লুয়েন্সার বলেন, ‘সে প্রথমে আমাকে উত্যক্ত করেছিল এবং নকল করেছিলেন যে আমি কীভাবে ক্যামেরায় কথা বলছি এবং তারপরে আমার শ্লীলতাহানি করে।’
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময়, ওই ইনফ্লুয়েন্সার জানান, পুলিশ তাঁকে জানিয়েছে যে, ওই অভিযুক্তের বয়স মাত্র ১০। ওই ছেলেটি কুকীর্তি করে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। তখনই চিৎকার করেন মহিলা। লোক জড়ো হয়। রাস্তা চলতি মানুষ ধরে ফেলে ছেলেটিকে। এরপরই তাঁরা মহিলাকে বলেন, ওই ছেলেটিকে ছেড়ে দিতে কারণ সে ‘বাচ্চা ছেলে’। ছেলেটি জানায়, সাইকেলে চলার সময় ব্যালেন্স হারিয়ে ফেলে এমন ঘটনা ঘটে যায়। ফলে সে মহিলার ওপরে গিয়ে পড়ে। নির্যাতিতা জানান, তিনি পাল্টা মারধর করেন ছেলেটিকে। গোটা ঘটনার ভিডিয়ো তিনি সকলকে সেখানে দেখান। সেটি দেখার পরই পথচলতি ওই মানুষরা অনেকেই তাঁর সমর্থনে এগিয়ে আসেন। তিনি বলছেন,'আমি এখানে নিরাপদ নই।'