ফের খবরে উত্তর প্রদেশ। মিরাটের সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের পর এবার উত্তর প্রদেশের আউরিয়াতে দিলীপের হত্যা ঘিরে হাড়হিম করা তথ্য উঠে আসছে। দিলীপের সঙ্গে প্রগতির বিয়ে সবে মাত্র পার করেছে ২ সপ্তাহ। আর সেই ২ সপ্তাহের মাথাতেই দিলীপকে কন্ট্রাক্ট কিলার দিয়ে খুন করানোর অভিযোগ রয়েছে প্রগতি ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে।
পুলিশের তথ্য বলছে, বিয়ের আগে থেকেই প্রেমিক অনুরাগ যাদবের সঙ্গে প্রগতির সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ছিল ৪ বছর ধরে। তবে তাঁদের বাড়ির তরফে সম্পর্কে সম্মতি দেওয়া হয়নি। এরপরই সদ্য ৯ মার্চ দিলীপের সঙ্গে খানিকটা জোর করেই প্রগতির বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রগতির পরিবারের বিরুদ্ধে। এরপর ১৯ মার্চ দিলীপকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দিলীপের গোটা শরীর তখন রক্তাক্ত। সেই অবস্থায় বিধুনাতে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সাইফাইয়ের হাসপাতাল থেকে গোয়ালিয়ারের হাসপাতালেও দিলীপকে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টার পরও ২০ মার্চ একদিনের মাথায় মৃত্যু হয় দিলীপের। এমনই তথ্য জানিয়েছে পুলিশ। এদিকে, দিলীপকে গুলি করার ঘটনা নিয়ে এরপরই দিলীপের ভাই পুলিশের দ্বারস্থ হন। দায়ের হয় এফআইআর। পুলিশ নামে তদন্তে। তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, দিলীপের স্ত্রী প্রগতি ও অনুরাগের কথা। জানা যায়, প্রগতির বিয়ের জেরে তাঁরা দেখা করতে পারছিলেন না, আর তার ক্ষোভ থেকেই দিলীপকে হত্যার প্ল্যান কষে প্রগতি ও অনুরাগ। প্রগতি, দিলীপের বিয়ের ২ সপ্তাহের মাথায় দিলীপকে হত্যা করতে স্ত্রী প্রগতি ও তাঁর প্রেমিক অনুরাগ ভাড়া করে কন্ট্রাক্ট কিলার। সেই কন্ট্রাক্ট কিলার রামাজি টৌধুরী ২ লাখ টাকার বিনিময়ে দিলীপকে গুলি করে বলে খবর।
পুলিশের তদন্ত বলছে, রামাজি ও আরও কয়েকজন, দিলীপকে ডেকে একটি মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করে দিলীপকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নববিবাহিত দিলীপ মুহূর্তে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। অন্যদিকে, রামজিরা পালায়। পরে সিসিটিভি ফুটেজ থেকে রামজিদের পাকড়াও করে অস্ত্র উদ্ধার করে পুলিশ।