মুম্বই থেকে কলকাতাগামী বিমানে ওঠার আগে এক মহিলা মুম্বই বিমানবন্দরে ছড়ালেন ভুয়ো বোমাতঙ্ক। জানা গিয়েছে, তাঁর কাছ থেকে বাড়তি ব্যাগের জন্য বাড়তি টাকা নিয়ম মাফিক দাবি করে বিমান পরিবহন সংস্থা। তখনই ওই মহিলা রেগে যান বলে জানা যাচ্ছে। আর তখনই তিন দাবি করেন যে, তাঁর ব্যাগে বোমা রয়েছে। এমনই অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে।
এদিকে, মহিলার ছড়ানো বোমাতঙ্ক ঘিরে মুম্বই বিমানবন্দরে ততক্ষণ শোরগোল পড়ে গিয়েছে। বেশ খানিকটা চাঞ্চল্য ছড়াতেই সেখানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ধরে যায়। উল্লেখ্য, জানা গিয়েছে, ওই মহিলাকে নির্দিষ্ট ওজনের থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে যাওয়ার জন্য বাড়তি টাকা দিতে বলে বিমান পরিষেবা সংস্থা। সেই টাকা দিতে রাজি হননি মহিলা। উল্টে তিনি দাবি করেন যে, তাঁর ব্যাগে রয়েছে বোমা। এমনই অভিযোগ রয়েছে মহিলার বিরুদ্ধে। তারপরই তাঁর দাবি ঘিরে বিমানবন্দর চত্বরে নিরাপত্তারক্ষীদের অ্যালার্ট করা হয়। শুরু হয় চাঞ্চল্য। ততক্ষণে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা এসে তাঁর ব্যাগ তল্লাশি করেন। তবে কোনও সন্দেহজনক কিছু সেই সময় বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
( ছোপ ধরা কাপে চা খেতে ঘেন্না? চটজলদি দাগ তুলুন এই ঘরোয়া উপায়ে)
এদিকে, ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মহিলার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। মুম্বইয়ের সাহার পুলিশ স্টেশনে দায়ের হয়েছে অভিযোগ। আইপিসি ৩৩৬, ৫০৫ সেকশনের আওতায় ওই মহিলার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। পরে মহিলাকে কোর্টে পেশ করলে তাঁকে জামিন দেওয়া হয়। গোটা ঘটনা ঘিরে মুম্বই বিমানবন্দরে ছড়িয়েছে চাঞ্চল্য।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup