টাইম স্কোয়ারের রাস্তায় হিন্দি গানে নাচ বিদেশিনীদের। বাদশার 'তেরে নাল নাচনা' গানে নাচতে দেখা গেল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়োটি বানিয়েছেন পুজা জয়সওয়াল নামে এক ব্লগার। সান ফ্রানসিস্কোর বাসিন্দা তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক যান পুজা। সেখানে টাইমস স্কোয়ারে যান তিনি। সেখানে গিয়ে মাঝ রাস্তায় নাচতে শুরু করেন তিনি। প্রসঙ্গত, এই টাইমস স্কোয়ারই রবিবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।
মাঝ রাস্তায় হঠাত্ নাচা অকওয়ার্ড মনে হতে পারে। কিন্তু টিকটক, রিলসের দৌলতে এখন এগুলি বেশ কমন। তাছাড়া টাইমস স্কোয়ারে গিয়ে অনেক ইনফ্লুয়েন্সাররাই ভিডিয়ো বানান। ফলে পথচারীদের হাসতে দেখা যায়। আরও পড়ুন: TCS: কতটা স্যালারি হাইক হবে? অফিস ফেরার প্ল্যান-ই বা কেমন? জানালেন CEO
এরপর দেখা যায়, এক-দু'জন করে তাঁর সঙ্গে নাচে যোগ দেন।
দেখুন সেই ভিডিয়ো:
হিন্দি গানে বিদেশিনীদের নাচতে দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। ভিউ থেকেই মিলেছে সেই প্রমাণ। ভিডিয়োটি গত ১ এপ্রিল পোস্ট করা হয়। ইতিমধ্যেই তাতে ২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
আপনার এই ভিডিয়োটি কেমন লাগল? জানান কমেন্টে।