রাস্তার ধারে একটি দোকানের মোমো খেয়ে ঘটল বিপত্তি। মৃত্যু হল এক মহিলার। এছাড়াও, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কমপক্ষে ২০ জনকে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নন্দী নগরের বানজারা পাহাড়ে। সোমবার মৃত্যু হয়েছে ওই মহিলার।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে এই ঘটনায় মোমো বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশপাশি দোকান থেকে নমুনা সংগ্রহ করেছে খাদ্য নিরাপত্তা বিভাগ।
আরও পড়ুন: E Coli সংক্রমণের জের, ম্যাকডোনাল্ডসের বার্গার খেয়ে মৃত্যু ব্যক্তির, অসুস্থ ৪৯
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর রাস্তার পাশে ওই দোকান থেকে মোমো খেয়েছিলেন ৩ জন। যার মধ্যে ছিলেন ওই মহিলা এবং এছাড়াও ছিল দুই নাবালিকা মেয়ে। মহিলার নাম রেশমা বেগম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোমো খাওয়ার পরেই তিনজনের মধ্যে মারাত্মক বিষক্রিয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে। তাদের বমি, ডায়রিয়া এবং পেট ব্যথা শুরু হয়। তবে তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে যাননি। তারা ভেবেছিলেন বিশ্রাম করলে হয়ত ভালো হয়ে যাবে। কিন্তু, তাদের অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ২৭ অক্টোবর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রেশমা মারা যান। তার দুই মেয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় তার পরিবার থানায় অভিযোগ জানায়। এরপরেই বৃহত্তর হায়দরাবাদ পুরসভার খাদ্য নিরাপত্তা আধিকারিকরা বানজারা হিলস পুলিশকে সঙ্গে নিয়ে ওই দোকানে হানা দেন। খাদ্য নিরাপত্তা আধিকারিকরা দেখতে পেয়েছেন, যে ওই দোকানের কাছে খাদ্য নিরাপত্তার কোনও লাইসেন্স ছিল না। তাছাড়া খাবারও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে তৈরি করা হয়। এরপরেই পুলিশ খয়রাতাবাদের চিন্তাল বস্তি থেকে মোমো বিক্রেতাকে গ্রেফতার করে। মোট দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনেই বিহারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের সময় পুলিশ জানতে পারে, আশেপাশের এলাকার অন্তত ২০ জন ওই দোকান থেকে মোমো খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক খাদ্য নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, ‘আমরা ওই দোকান থেকে খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি এবং পরীক্ষার জন্য রাষ্ট্রীয় ল্যাবরেটরিতে পাঠিয়েছি। খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ নির্ধারণের জন্য আক্রান্তদের রক্তের এবং মল পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।’ এসএইচওকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।