বাংলা নিউজ > ঘরে বাইরে > ধন্যি মেয়ে: ৬ যুবককে একাই কাবু করলেন তরুণী, Viral Video'তে রাতের ঘুম উড়ল অনেকের

ধন্যি মেয়ে: ৬ যুবককে একাই কাবু করলেন তরুণী, Viral Video'তে রাতের ঘুম উড়ল অনেকের

একলা তরুণী কাবু করলেন ৬ যুবককে। সৌজন্যে টুইটার

মার্শাল আর্টের একের পর এক কসরতে কাবু ওই ৬জন যুবক। কার্যত একেবারে উড়ে এসে তিনি ঝাঁপিয়ে পড়েন ওই যুবকদের উপর। তাঁর লাথির জেরে এক এক করে ধরাশায়ী ৬ যুবক। কার্যত পালাতে পারলে বাঁচে তারা। টুইটার ব্য়বহারকারী ফিগেন এই ভিডিয়োটি পোস্ট করেছেন। আর তিনি লিখেছেন, মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না…

শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়েই নারী সুরক্ষা নিয়ে বার বারই প্রশ্ন উঠছে। পাশাপাশি নারীরাও নিজেদের সুরক্ষাকে নিশ্চিত করতে নিজেদেরও তৈরি করার চেষ্টা করছেন। আর সেই আত্মরক্ষার পাঠ নেওয়ার পরে একজন নারী কতটা দক্ষ হতে পারেন তারই একটি নমুনা এবার সামনে এসেছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ৬জন যুবক একজন যুবতীকে বার বার বিরক্ত করছিল। এবার তাদেরই একটু শিক্ষা দিলেন ওই যুবতী।

একেবারে খালি হাতে ৬জন যুবক কাত হয়ে গেল তাঁর কাছে। ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে একেবারে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন ওই যুবতী। এরপর যুবকদের যোগ্য জবাব দিলেন তিনি। আর এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রাস্তা দিয়ে একলা হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। এমন সময় ৬জন যুবক তাঁকে নানাভাবে উত্যক্ত করা শুরু করে। আর তারই জবাব দিলেন ওই তরুণী। মার্শাল আর্টের একের পর এক কসরতে কাবু ওই ৬জন যুবক। কার্যত একেবারে উড়ে এসে তিনি ঝাঁপিয়ে পড়েন ওই যুবকদের উপর। তাঁর লাথির জেরে এক এক করে ধরাশায়ী ৬ যুবক। কার্যত পালাতে পারলে বাঁচে তারা। টুইটার ব্য়বহারকারী ফিগেন এই ভিডিয়োটি পোস্ট করেছেন। আর তিনি লিখেছেন, মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না…

তবে কোথায় এই ঘটনাটা হয়েছে সেটা স্পষ্ট নয়। আর ওই তরুণীর দক্ষতার তারিফ করছেন নেট নাগরিকরা।

বন্ধ করুন