বাংলা নিউজ > ঘরে বাইরে > খাট সরাতেই বের হল ম্যানহোল! বাড়ির নিচে সুড়ঙ্গ দেখে তাজ্জব দম্পতি

খাট সরাতেই বের হল ম্যানহোল! বাড়ির নিচে সুড়ঙ্গ দেখে তাজ্জব দম্পতি

ছবি : ইউটিউব (YouTube)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকেই এমন সুড়ঙ্গ দেখে অবাক হয়েছেন। কেউ কেউ আবার বলেছেন এটি খুব বিরল ঘটনা নয়।

বাড়ি কিনেছেন বছরখানেক হয়ে গেল। সেই সময় থেকে একবারও আসবাবপত্র সরাননি জেনিফার লিটল। কিন্তু তাঁর ক্যালিফোর্নিয়ার এই সাদামাঠা বাড়ির খাটের নিচেই যে আস্ত বাঙ্কার থাকবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি জেনিফার।

বেডরুমের সজ্জা একটু বদল করবেন ভেবে আসবাবপত্র এদিক-ওদিক করছিলেন জেনিফার ও তাঁর স্বামী। খাট সরিয়ে কার্পেট তুলতেই মেঝেতে একটি বড় গোল চাকতি লক্ষ্য করেন জেনিফারের স্বামী। দুজনেই সেটি দেখে প্রথমে চমকে যান।

তবে চমক তখনও অনেক বাকি। লোহার চাকতিটা একটু মুছে নিতেই তাঁরা বুঝতে পারেন যে সেটি আসলে একটি ম্যানহোলের মুখ। এরপরেই সেটিকে তোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন জেনিফারের স্বামী।

যেমন ভাবা তেমন কাজ। ধীরে ধীরে ম্যানহোলের ভারী ঢাকনা টেনে সরান তাঁরা। সরাতেই দুজনেই কিছুক্ষণের জন্য তাজ্জব বনে যান।

দেখা যায় ম্যানহোলের ভিতর লম্বা সুরঙ্গ। মইও রয়েছে। বেশ গভীর। ১০-১৫ ফুট তো হবেই। একটু গড়িমসি করে ফোনের আলো জ্বেলে সেখানে নেমে পড়েন জেনিফারের স্বামী।

মই বেয়ে নিচে নামতে একটু সমস্যা হয়েছিল বটে। মাকড়সার জাল, ধুলো সহ্য করে নিচে নামার পর দেখা যায় একটি ঘর। সেই ঘরের একদিকে আবার আরও একটু ছোট ঘর। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকেই এমন সুড়ঙ্গ দেখে অবাক হয়েছেন। কেউ কেউ আবার বলেছেন এটি খুব বিরল ঘটনা নয়। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঠান্ডা লড়াইয়ের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বাড়িতেই এ ধরণের বাঙ্কার তৈরি করা হত। বোমারু বিমান হানা থেকে বাঁচতেই তৈরি করা হত সুড়ঙ্গ। সেই সঙ্গে থাকত শুকনো খাবারদাবারের ভাঁড়ার ঘরও। থাকত ভেন্টিলেশনের ব্যবস্থাও।

পরবর্তী খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.