বাংলা নিউজ > ঘরে বাইরে > Woman forced to bath naked: নগ্ন অবস্থায় স্ত্রীকে ঝরনায় স্নান করতে বাধ্য করলেন স্বামী! পুত্র সন্তান লাভে ব্ল্যাক ম্যাজিক

Woman forced to bath naked: নগ্ন অবস্থায় স্ত্রীকে ঝরনায় স্নান করতে বাধ্য করলেন স্বামী! পুত্র সন্তান লাভে ব্ল্যাক ম্যাজিক

মহিলাকে জোর করে নগ্ন করে স্নান করার নির্দেশ স্বামীর। প্রতীকী ছবি।

এই ঘটনা পুনের। ঘটনার পরই স্বামীর বিরুদ্ধে ভারতী বিদ্যাপীঠের পুলিশ এফআইআর দায়ের করেছে। আইপিসির আওতায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হয়।

উদ্দেশ্য পুত্র সন্তান লাভ। আর তার জন্য সর্বসমক্ষে রত্নগিরির মালেশ্বর জলপ্রপাতের স্ত্রীকে নগ্ন করিয়ে স্নান করতে বাধ্য করলেন স্বামী। পেশায় ব্যবসায়ী ওই স্বামী কোনও এক ধর্মগুরুরু তন্ত্রসাধনা বলে পাওয়া নির্দেশে স্ত্রীকে এমন কাজ করতে বাধ্য করেন বলে জানা গিয়েছে। 

এই ঘটনা পুনের। ঘটনার পরই স্বামীর বিরুদ্ধে ভারতী বিদ্যাপীঠের পুলিশ এফআইআর দায়ের করেছে। আইপিসির আওতায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। মহিলার অভিযোগে তাঁর শাশুড়ি, শ্বশুর সহ স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সাল থেকে পণ ও পুত্রসন্তানের দাবি তুলে এই হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। ৪১ বছরে হৃদরোগে মৃত্যু সোনালীর! কম বয়সে কোন লক্ষণ জানান দেয় হার্ট ভালো নেই?

কোলহাপুরের জয়সিংহপুরে ওই ধর্মগুরুর কাছে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। মহিলাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে জোর করে তাঁকে ওই সাধুর কাছে নিয়ে যেতেন। জোর করে তন্ত্রসাধনার অংশ করে তোলা হয়েছিল মহিলাকে, বলেও অভিযোগ। সেই সময় বহু পুজো পর্বের পর মহিলাকে নগ্ন অবস্থায় রত্নগিরির ওই ঝরনায় স্নান করার নির্দেশ দেন ধর্মগুরু, বলে অভিযোগ। তারপরই ঘটে এই নির্মম ঘটনা। 

 

 

 

 

 

 

বন্ধ করুন