বাংলা নিউজ > ঘরে বাইরে > Repeatedly Gangraped: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বারংবার গণধর্ষণ, পুলিশের দ্বারস্থ মহিলা

Repeatedly Gangraped: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বারংবার গণধর্ষণ, পুলিশের দ্বারস্থ মহিলা

ভয়াবহ ধর্ষণ উত্তর প্রদেশে। প্রতীকী ছবি।

ওই মহিলা বর্তমানে বিবাহ বিচ্ছিন্না। তাঁকে গত ১৪ ফেব্রুয়ারি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৪ জন ব্যক্তি। তারপরই ওই মহিলার বাড়িতে সৌরভ, কমল, শুভম ও সাগর নামের চার যুবক আসে।

হাথরাস, উন্নাও কাণ্ডের পর আরও এক ভয়াবহ কাণ্ড উত্তরপ্রদেশের বাগপাটে। সেখানে শুক্রবার এক মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান যে, তাঁকে ৪ জন যুবক একাধিকবার গণধর্ষণ করেছে। জানা গিয়েছে, সরকারি চাকরি দেওয়ার সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ওই মহিলা বর্তমানে বিবাহ বিচ্ছিন্না। তাঁকে গত ১৪ ফেব্রুয়ারি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৪ জন ব্যক্তি। তারপরই ওই মহিলার বাড়িতে সৌরভ, কমল, শুভম ও সাগর নামের চার যুবক আসে। মহিলাকে একটি মাদক মেশানো পানীয় খাওয়ায় ও তারপরই নারকীয় যৌন অত্যাচার শুরু করে বলে অভিযোগ। এমনই তথ্য জানিয়েছে পুলিশ। 

অভিযোগ রয়েছে, ওই অভিযুক্তরা মহিলা অচৈতন্য হওয়ার পরই বারংবার গণধর্ষণ করে। গোটা ঘটনার ভিডিয়ো বানানো হয় বলে অভিযোগ মহিলার। পরে ওই মহিলাকে হুমকির সুরে বলা হয় যে, তিনি যদি ঘটনার অভিযোগ কোথাও করেন, তাহলে তাঁর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৬ এর মধ্যে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি রিপোর্ট দায়ের করেছে। মহিলার অভিযোগ, যখনই তিনি ওই অভিযুক্তদের রুখতে গিয়েছেন, তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

( ২৩ বছরে ২৪ টি অপরাধ! বিলাসী হোটেলে অতিথিদের রুমে ঢুকে গয়না, ল্যাপটপ চুরি, ধৃত ১)

এদিকে, মহারাষ্ট্রের এক ঘটনায় এক ব্যক্তিকে তার গার্লফ্রেন্ডকে ধর্ষণের অভিযোগে সাড়ে তিন বছরের কারাবাসের সাজা শোনায় সেশন কোর্ট। ঘটনা ছিল ২০১৭ সালের। এরপর ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তির জেল হয়। পরে জামিনে মুক্তি পায় সে। এদিকে, ধর্ষিতা মহিলা সন্তানের জন্ম দেন। তখনই জামিনে মুক্তি পেয়ে ব্যক্তি ওই মহিলাকে বিয়ে করে। কোর্ট বলছে, নিজের ভুল শোধরানোর উপায় ধর্ষিতাকে বিয়ে পর্যাপ্ত নয়। ফলে প্রমাণ হিসাবে রেকর্ডে যা রয়েছে, তাতে জেলের টানা সাজা ভোগ করার কথা ওই ব্যক্তির। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন