মুম্বই, নভি মুম্বই, কল্যাণ, থানে, ডম্বিভলি এলাকায় প্রবেল বর্ষণ হয়েছে কয়েকদিন ধরেই। এর প্রভাব পড়েছে কেন্দ্রীয় রেলের লোকাল পরিষেবা এবং ট্রান্স হারবার লোকাল পরিষেবাগুলিতেও৷ সেন্ট্রাল ও হারবার লাইনে যান চলাচলে বিলম্ব হয়েছে। এর জেরে কল্যাণ, ডম্বিভলি, থানে, ঘাটকোপার, দাদার স্টেশনে ব্যাপক ভিড়ও জমেছে। নভি মুম্বইয়ের স্টেশনেও একই অবস্থা। এই বৃষ্টিতেই লোকাল ট্রেন ধরতে গিয়ে এক মহিলা রেললাইনের ট্র্যাক থেকেই নীচে পড়ে গিয়েছিলেন। ট্রেনটি তাঁর উপর দিয়ে চলে গেলেও, এ ঘটনায় যদিও তাঁর প্রাণ রক্ষা পেয়েছিল। কিন্তু দুই পা হারাতে হয়েছে ওই মহিলাকে।
ঠিক কী হয়েছিল
পানভেল থেকে থানে যাওয়ার লোকালটি সকাল ৯:৩০ নাগাদ সিবিডি বেলাপুর স্টেশনে পৌঁছেছিল। এ সময় একজন মহিলা, ট্রেনে উঠতে গিয়ে, পা পিছলে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন। ট্রেনের প্রথম বগিটি তাঁর শরীরের উপর দিয়ে চলে গিয়েছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনায় হতবাক যাত্রী ও রেল প্রশাসন। রেল পুলিশ ও রেলওয়ে প্রশাসন যদিও কিছুক্ষণের মধ্যে ট্রেনটিকে দাঁড় করিয়ে নিয়ে মহিলাটির জীবন রক্ষা করেছিল। কিন্তু এ ঘটনায় ওই মহিলা তাঁর পা হারিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: (Viral: হোস্টেলের চাটনিতে ভেসে উঠল জীবন্ত ইঁদুর! রেগে আগুন হোস্টেলের ছাত্ররা, ভিডিয়ো ভাইরাল)
পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে ট্র্যাক থেকে তুলে এনেছিল
ওই মহিলা লোকাল ট্র্যাকে আচমকা পড়ে যেতেই, সেখানে ছুটে এসেছিল উপস্থিত লোকজন। ভিড় জমে গিয়েছিল। তবে, পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে এনেছিল। এরপর ট্র্যাক থেকে ওই মহিলাকে তুলে নিয়ে আসা হয়েছিল। দুই পুলিশ সদস্য সঙ্গে সঙ্গে লাফিয়ে তাঁকে ট্র্যাক থেকে টেনে বের করে এনেছিলেন।
বিপর্যস্ত মুম্বই
মুম্বইয়ে সর্বত্র প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং রেললাইনে যান চলাচলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে ট্র্যাক থেকে জল সরানোর কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী সমস্ত জরুরি সংস্থাগুলিকে উচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের প্রয়োজন হলেই তবে, বের হওয়া উচিত বলে জানিয়েছেন। এছাড়াও, মুখ্যমন্ত্রী মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুলিশ প্রশাসন এবং জরুরী পরিষেবাগুলিকে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন।