ননদ ভিনজাতে বিয়ে করেছিলেন। আর সেই ব্যাপারটা লুকিয়ে গিয়েছিলেন স্বামী। সেই দাবি জানিয়ে 'নিষ্ঠুরতা'-র ভিত্তিতে ডিভোর্সের আর্জি জানিয়েছিলেন এক মহিলা। যে আর্জি মঞ্জুরও করেছিল গুজরাটের ভাবনগরের ফ্যামিলি কোর্ট। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করেন স্বামী। আর সেটার ভিত্তিতে মহিলাকে নোটিশ দিল হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারি আবারও সেই মামলার শুনানি হবে। যৌথভাবে সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ভিনজাতে বিয়ে ননদের, জানতে পেরেই বাড়ি ছাড়েন মহিলা
আর পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৮ সালে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেখে-শুনে ২০১৮ সালে বিয়ে হয়েছিল দম্পতির। তারইমধ্যে মহিলা জানতে পেরেছিলেন যে ননদের বিয়ে ভিনজাতে হয়েছে। যে জাতের মানুষকে 'নীচু জাতের লোক' হিসেবে বিবেচনা করেন মহিলা। আর সেই বিষয়টা জানতে পেরেই বাড়ি চলে গিয়েছিলেন।
আরও পড়ুন: Divorce Case: 'শিশুকে দাবার বোড়ে হিসাবে ব্যবহার করবেন না' ডিভোর্স মামলায় মাকে সতর্ক করল হাইকোর্ট
২ বোনের কথা জানিয়েছিলেন স্বামী, দাবি করেন মহিলা
ওই প্রতিবেদন অনুযায়ী, ‘নিষ্ঠুরতা’-র যুক্তিতে ২০২০ সালে ভাবনগর ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আর্জি জানান মহিলা। তিনি দাবি করেন, ননদের ভিনজাতে বিয়ের বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন স্বামী।
আরও পড়ুন: Divorce Case: ডিভোর্স মামলায় ট্রায়াল কোর্টের 'উপদেশে' অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট
যুবক জানিয়েছিলেন যে তাঁর দুই বোন আছেন। কিন্তু তৃতীয় বোনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। ওই ননদেরই ভিনজাতে বিয়ে হয়েছে। সেইসঙ্গে মহিলা অভিযোগ করেন, তাঁর পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেন যুবক। আর তাঁর কর্মস্থলে ইমেল করে দেন।
স্বামীর আর্জি, নোটিশ জারি হাইকোর্টের
তারইমধ্যে স্ত্রী'র ফিরে আসার আর্জি জানিয়ে একটি মামলা দায়ের করেন ওই যুবক। যা খারিজ করে দেয় ভাবনগরের ফ্যামিলি কোর্ট। আর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মহিলার ডিভোর্সের আর্জি মঞ্জুর করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন যুবক। সেই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণব এবং বিচারপতি ডিএম দেশাইয়ের ডিভিশন বেঞ্চ নোটিশ জারি করেছে মহিলাকে। ২০ জানুয়ারি যৌথভাবে শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি বৈষ্ণব এবং বিচারপতি দেশাইয়ের বেঞ্চ।