বাংলা নিউজ > ঘরে বাইরে > একসঙ্গে করোনা টিকার ৬ ডোজ তরুণীকে, তদন্তের আশ্বাস

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বর্তমানে সবচেয়ে বড় অস্ত্র টিকাকরণ। বিশ্বের বিভিন্ন দেশই এখন দ্রুত হারে নাগরিকদের টিকার ব্যবস্থা করছে। আর সেই তালিকায় রয়েছে ইতালিও। সেখানেও দ্রুত হারে চলছে গণ-টিকাকরণ।

চলতি সপ্তাহে টিকা নিতে হাসপাতালে যান বছর ২৩-এর এক তরুণী। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। অন্যমনস্ক হয়ে তরুণীকে একসঙ্গে ছ'টি ডোজের ফাইজার করোনা টিকা দিয়ে ফেলেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মী। ব্যাপারটি জানাজানি হতেই হাসপাতালে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে কড়া নজরদারিতে রাখা হয়।

তবে, একসঙ্গে ছ'টি ডোজ নিলেও তরুণীর দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকরা। আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। কিন্তু একজনকে ছ'টি ডোজ দেওয়ার মতো ভুল কী করে হয়? সূত্রের খবর, টিকা দেওয়ার আগে সেই স্বাস্থ্যকর্মী টিকার পুরো শিশিটিই সিরিঞ্জে ভরে ফেলেন। কিন্তু একটি শিশিতে মোট ছ'টি ডোজের সমান টিকা থাকে।

ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে ভুলবশত তিনি এমনটা করে ফেলেছেন। প্রসঙ্গত, বর্তমানে ইতালিতে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৩.৬৩ লক্ষ। এখনও পর্যন্ত ১.২৩ লক্ষেরও বেশি মানুষ সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন। 

বন্ধ করুন