বাংলা নিউজ > ঘরে বাইরে > 'নমাজ পড়ে নিন,' ক্যাব চালকের জন্য সিট ছেড়ে দিলেন হিন্দু মহিলা

'নমাজ পড়ে নিন,' ক্যাব চালকের জন্য সিট ছেড়ে দিলেন হিন্দু মহিলা

ভিডিয়োর স্ক্রিনশট

পবিত্র রমজান মাস। এই মাসে রোজা, নিয়মিত নমাজ পাঠের বিষয়ে জোর দেন মুসলমানরা। কিন্তু অনেকেই পেশার ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারেন না। ঠিক তেমনটাই হয় ক্যাব চালকদেরও।

'নমাজ পড়ে নিন, আমি অপেক্ষা করছি,' ক্যাব চালককে বললেন এক হিন্দু মহিলা যাত্রী। শুধু তাই নয়, তাঁর সুবিধার জন্য ছেড়ে দিলেন নিজের সিট। মুম্বইয়ের এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পবিত্র রমজান মাস। এই মাসে রোজা, নিয়মিত নমাজ পাঠের বিষয়ে জোর দেন মুসলমানরা। কিন্তু অনেকেই পেশার ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারেন না। ঠিক তেমনটাই হয় ক্যাব চালকদেরও। আরও পড়ুন : ‘সব দোষ বাংলাদেশি ও রোহিঙ্গাদের’, দিল্লির হিংসা নিয়ে চাঞ্চল্যকর দাবি BJP-র

প্রিয়া সিং নামে ওই মহিলা একটি পোস্টে জানান, 'আমি বিমানবন্দর থেকে উবারে উঠি। ১০ মিনিট পরেই চালকের মোবাইলে আজান বাজতে শুরু করে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আমাকে কি নমাজ পড়তে হবে? তিনি উত্তরে জিজ্ঞেস করলেন, আমি পড়তে পারি? আমি তখন গাড়িটি রাস্তার পাশে দাঁড় করাতে বললাম। সামনের সিটে গিয়ে বসলাম। ওঁকে পিছনের সিটে নমাজ পড়তে বললাম।'

তিনি আরও লেখেন, ভারত সম্পর্কে বাবা-মা আমাকে এটাই শিখিয়েছিলেন। আমরা দীর্ঘদিন ধরে ঐক্যের বিষয়ে নানা আলোচনাই করে চলেছি।

সবাইকে অনুপ্রাণিত করার জন্য ছবি তুলে পোস্ট করেছেন বলে জানান ওই মহিলা। ক্যাব চালকেরও অনুমতি নিয়েছেন।

এভাবেই কি পরধর্মসহিষ্ণুতার পাঠ ছড়িয়ে দেওয়া সম্ভব? আপনার এই ঘটনার সম্পর্কে কি মতামত?

বন্ধ করুন