গণধর্ষণের অভিযোগে হরিয়ানার বিজেপির সভাপতি মোহনলাল বাদোলির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। সেইসঙ্গে এফআইআরে নাম আছে রকি নামে এক গায়কেরও। পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলা অভিযোগ করেছেন যে ২০২৩ সালের জুলাইয়ে হিমাচল প্রদেশের কাসৌলিতে একটি হোটেলে গণধর্ষণের শিকার হয়েছিলেন। সেই ঘটনার ভিডিয়ো এবং ছবি তুলে রাখা হয়েছিল। মুখ খুললেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিলেন অভিযুক্তরা। অবশেষে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হিমাচলের সোলান জেলার কাসৌলিতে দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দু'জনেই। হরিয়ানার বিজেপি সভাপতির দাবি, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
মহিলা অবশ্য দাবি করেছেন, যখন মোহনলালের সঙ্গে আলাপ হয়েছিল, তখন রাজনৈতিক নেতা হিসেবেই নিজের পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে মহিলা দাবি করেছেন, নিজের বস এবং বন্ধুর সঙ্গে কাসৌলির একটি হোটেলে ছিলেন তিনি। সেইসময় ২০২৩ সালের ৩ জুলাই মোহনলাল এবং রকির সঙ্গে দেখা হয়েছিল। মোহনলাল নিজেকে রাজনীতিবিদ বলেছিলেন। আর রকি নিজের পরিচয় দিয়েছিলেন গায়ক হিসেবে। পরবর্তীতে দুই অভিযুক্তের সঙ্গে একটি রুমে গিয়েছিলেন মহিলা এবং তাঁর বন্ধু।
আরও পড়ুন: Rape in Kalyani: সোশ্যাল মাধ্যমে এইমসে নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি দিয়ে ২ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১
'সরকারি চাকরি ও মিউজিক ভিডিয়োর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল'
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিযোগকারী মহিলাকে মোহনলাল এবং রকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আর একটি মিউজিক ভিডিয়োয় কাজের সুযোগ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারইমধ্যে অভিযোগকারীকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করতে থাকেন দুুই অভিযুক্ত। কিন্তু মদ্যপান করতে রাজি হননি অভিযোগকারী। তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা।
গণধর্ষণের ভিডিয়ো ও ছবি তুলে রাখা হয়, অভিযোগ মহিলার
মহিলা অভিযোগ করেছেন, গণধর্ষণের ভিডিয়ো ও ছবি তুলে রাখেন মোহনলাল এবং রকি। কারও কাছে মুখ খুললেই মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। শুধু তাই নয়, ওই মহিলা অভিযোগ করেছেন, মাসদুয়েক আগে হরিয়ানার পঞ্চকুলায় নিজের বাড়িতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন রকি। গায়ক তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর হুমকি দেন বলেও অভিযোগ করেছেন।
‘রাজনৈতিক স্টান্ট', গণধর্ষণ নিয়ে দাবি বিজেপি সভাপতির
পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে মোহনলাল এবং রকির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ স্বীকার করেছেন হরিয়ানা বিজেপির সভাপতি এবং গায়ক। তাঁদের দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আর হরিয়ানার বিজেপি সভাপতি তো বলেছেন, ‘এটা রাজনৈতিক স্টান্ট। পুরো মিথ্যে মামলা। বাস্তবের সঙ্গে এই ঘটনার কোনও মিল নেই।’