বাংলা নিউজ > ঘরে বাইরে > Sanitary Pad Order: স্যানিটারি প্যাড সুইগিতে অর্ডার দিয়েছিলেন মহিলা, সঙ্গে হাতে পেলেন এই সারপ্রাইজও! কী ঘটেছে?

Sanitary Pad Order: স্যানিটারি প্যাড সুইগিতে অর্ডার দিয়েছিলেন মহিলা, সঙ্গে হাতে পেলেন এই সারপ্রাইজও! কী ঘটেছে?

সুইগিতে স্যানিটারি ন্যাপকিন অর্ডার দিয়ে বিনামূল্যে কুকিস পেলেন মহিলা। 

সুইগির 'গ্রসারি স্টোর' হিসাবে 'ইনস্টামার্ট' বেশ পরিচিত নাম। এমন এক মন কাড়া সারপ্রাইজ পেয়ে মহিলা বেশ আপ্লু হয়ে পড়েন। ঘটনার কথা তিনি টুইটারে শেয়ার করেন।

বলা হয়,চকোলেট এমনই একটি জিনিস, যা পিরিয়ডসের সময় সমস্ত মহিলাই খেতে চান। পিরিয়ডসের সময় পেটে ব্যথা, কিম্বা গায়ে হাতে পায়ে ব্যথা ভুলিয়ে রাখতে কপাকপ চকোলেটে কামড় বসাতে চান অনেকেই। অর সেই সূত্র ধরে চকোলেট আর পিরিয়ডের বেশ একটা আঁতাত রয়েছে গোপন! সেই আঁতাতে খানিকটা উস্কানি দিয়ে এবার এক অবাক করা কাণ্ড ঘটল। এক মহিলা সুইগির ‘ইনস্টামার্ট’এ অর্ডার দিয়েছিলেন স্যানিটার প্যাডের। আর তাঁর কাছে তার সঙ্গে এসেছে বিনামূল্যের কুকিজ।

পিরিয়ডের সময় মেজাজ ঠিক রাখাটা মহিলাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ। এই সময় মাঝে মাঝেই মেজাজ যায় বিগড়ে। বারবার মুড সুইংয়ের সমস্যা হতে থাকে। এই সময় চকোলেট ম্যাজিকের মতো কাজ করে! সম্ভবত এই ফর্মুসাকে মাথায় রেখে, ওই মহিলার স্যানিটারি প্যাডের অর্ডারের সঙ্গে চকোলেট কুকিজ পাঠিয়ে দেয় সুইগি। সুইগির 'গ্রসারি স্টোর' হিসাবে 'ইনস্টামার্ট' বেশ পরিচিত নাম। এমন এক মন কাড়া সারপ্রাইজ পেয়ে মহিলা বেশ আপ্লু হয়ে পড়েন। ঘটনার কথা তিনি টুইটারে শেয়ার করেন। সুইগি যে এমন একটি ঘটনা ঘটিয়েছে, তা দেখে বহু নেটিজেনই আনন্দে ফেটে পড়েন। কমেন্ট সেকশনে গিয়ে এই পোস্ট নিয়ে নেটিজেনরা টুইটারে নানান মন্তব্য করতে থাকেন। অনেকেই হতবাক হন এমন কিছু হয়েছে জেনে। এদিকে, এই ঘটনার পর সুইগিকে ট্যাগ করে নিজের পোস্ট শেয়ার করেন ওই মহিলা। তার কয়েক মিনিট পরই সুইগি পাল্টা জবাব দেয়। সেখানে লেখা থাকে, ‘আমরা শুধু চেয়েছি আপনার বাকি দিনটি ভালো কাটুক সমীরা।’ এই মন্তব্য সুইগির কাছ থেকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ওই মহিলা, যাঁর নাম সমীরা বলে জানা যায়।

<p>সমীরার টুইট ভাইরাল হতে শুরু করে।</p>

সমীরার টুইট ভাইরাল হতে শুরু করে।

এই পোস্ট পার করেছে ৮৭ হাজারেরও বেশি লাইক। সঙ্গে পড়েছে ২০০ লাউক, অনেক কয়টি রি টুইট। অনেকেই বলছেন, ইনস্টামার্টের পড ম্যানেজার এর নেপথ্যে থাকতে পারেন, অনেকে ইনস্টামার্টের স্টোর নিয়ে আলোচনা করছেন। অনেকে বলছেন, এক্কেবারে প্রচারধর্মী পদক্ষেপ এটা। তবে সবের মাঝে এমন এক সারপ্রাইজে আপ্লুত মহিলা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন