গায়ে কাপড়, একেবারে সেলুনের কায়দায় চুল কাটল পোষ্য কুকুর, ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন .Updated: 16 Dec 2021, 09:43 PM ISTকখনও সে স্কেট করছে, কখনও বা টিভি দেখছে। এবার আরও এক কুকুরের এমন মজার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কখনও সে স্কেট করছে, কখনও বা টিভি দেখছে। এবার আরও এক কুকুরের এমন মজার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
যতদিন যাচ্ছে, কুকুররাও যেন ধীরে ধীরে বিভিন্ন রকমের কাজকর্ম করছে। কখনও সে স্কেট করছে, কখনও বা টিভি দেখছে। এবার আরও এক কুকুরের এমন মজার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কী সেই মজার ভিডিয়ো? ভিডিয়োয় হেয়ারকাট নিতে দেখা যাচ্ছে একটি গোল্ডেন রিট্রিভারকে। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, তাকে সেলুনের মতো কাপড় পরিয়ে দেওয়া হল। তারপর চিরুনি ও কাঁচি দিয়ে শুরু হল হেয়ার কাট।
তবে, সত্যিকারের হেয়ারকাট দেওয়া হয়নি কুকুরটিকে। বরং পুরোটাই ভান করেন কুকুরটির মালিক। মজার বিষয় হল, কাপড় পরানো, চিরুনি ও কাঁচি দেখেও বিন্দুমাত্র আপত্তি করেনি কুকুরটি। বরং লক্ষ্মীছেলের মতো বসে থেকেছে সে। উল্টে যেন এনজয় করেছে এই অভিজ্ঞতা। আর যখন লোমের মধ্যে দিয়ে চিরুনি চালানো হচ্ছে, আরামে যেন ঘুমই এসে গেল তার। এর বেশি আর ব্যাখ্যা করব না। আপনারা নিজেরাই বরং দেখে নিন সেই ভিডিয়ো।
আপনাদের বাড়ির পোষ্যটিরও কি এমন মজার ভিডিয়ো আছে? তাহলে তা কমেন্টে শেয়ার করুন আমাদের সঙ্গে।