বিমানে যৌন হেনস্থার শিকার এক মহিলা যাত্রী। ঘটনাটি সম্প্রতি ঘটেছে এতিহাদের উড়ানে। কলকাতা থেকে আবুধাবির উড়ানে এক মহিলা যাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক জিন্দল আধিকারিকের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, নিজের ভয়াবহ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন নির্যাতিতা। তিনি হাভার্ডে একটি কনফারেন্সের কো-চেয়ার। তিনি অভিযোগ করেন, ফ্লাইটে নবীন জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের দীর্ঘদিনের কর্মী দীনেশ কুমার সরাওগির পাশে বসেছিলেন তিনি। সেই ৬৫ বছর বয়সি শিল্পপতি বর্তমানে জিন্দল গোষ্ঠীর হয়ে ওমানে একটি গ্রিন স্টিল প্ল্যান্ট খুলছেন। তিনি ভালকান গ্রিন স্টিলের সিইও। এহেন শিল্পপতি নাকি যৌন হেনস্থা করেন সেই মহিলা সহযাত্রীকে। (আরও পড়ুন: কাটা হল মহিলার চুল, ডোমজুড়ের 'মধ্যযুগীয় বর্বরতা' তুলে ধরে তোপ শুভেন্দুর, ধৃত ৭)
আরও পড়ুন: নিজের স্ত্রী ভেবে জনসমক্ষে অন্য মহিলাকে চুম্বন করতে গেলেন বাইডেন! ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: 'আমার আর কেউ নাই', ছেলের রক্তাক্ত দেহে মাথা রেখে কান্না মায়ের, কাঁদছে বাংলাদেশ
অভিযোগকারী নিজের পোস্টে দাবি করেন, সেই বৃদ্ধ শিল্পপতি তাঁকে জানান যে তিনি বর্তমানে ওমানে থাকেন। তবে কাজের সূত্রে অনেক ঘোরাঘুরি করতে হয়। এরপর পরিবার নিয়ে কথা হয় দু'জনের। দীনেশ জানান তিনি রাজস্থানের চুরুর থেকে এসেছেন। দীনেশের দুই ছেলে আমেরিকায় থাকে বলেও জানান তিনি। এরপরে অভিযোগকারীর শখ নিয়ে কথাবার্তা শুরু হয় দু'জনের। সেই মহিলা জানান, তিনি সিনেমা দেখতে ভালোবাসেন। এরপরই সেই শিল্পপতি পকেট থেকে ইয়রফোন বের করে বলেন, যে তাঁর কাছে কিছু মুভি ক্লিপ আছে। এরপর সেই ক্লিপ চালু করা হলে দেখা যায়, তা পর্ন। এরপরে সেই বৃদ্ধ নাকি সহযাত্রীর ইচ্ছের বিরুদ্ধে যেখানে সেখানে হাত দিতে শুরু করে। (আরও পড়ুন: লন্ডনে আক্রান্ত পুলিশ, জ্বলল আগুন, ছোড়া হল পাথর, আঙুল মুসলিম কাউন্সিলরের দিকে)
আরও পড়ুন: 'লাশের ওপর আলোচনা নয়', মুজিবের মন্ত্রেই হাসিনাকে বিঁধলেন আন্দোলকারী ছাত্ররা
এরপর নাকি সেই অভিযোগকারী ভয়ে কাঠ হয়ে যান। কিছুক্ষণ পরে তিনি দৌড়ে বিমানের ওয়াশরুমে চলে যান। সেই সময় উড়ানের কর্মীদের নজরে পড়ে বিষয়টি। সেই মহিলাকে অন্য আসনে বসতে দেন তারা। এরই মাঝে সেই বৃদ্ধ বারবার ক্রু সদস্যদের ডেকে জিজ্ঞেস করতে থাকেন যে তাঁর সহযাত্রী কোথায় গিয়েছেন। এরপর আবুধাবিতে বিমান নামতেই সেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। তবে রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে সেই শিল্পপতিকে ছেড়ে দেওয়া হয়েছিল।