বাংলা নিউজ > ঘরে বাইরে > বুকে ‘একলা চলো রে’ লেখা ট্যাটু, 'বিবাহবার্ষিকী' পালন নিজেকে ‘বিয়ে’ করা তরুণীর

বুকে ‘একলা চলো রে’ লেখা ট্যাটু, 'বিবাহবার্ষিকী' পালন নিজেকে ‘বিয়ে’ করা তরুণীর

গুজরাটের মেয়ে শামা বিন্দু। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kshamachy)

নিজেই নিজেকে 'বিয়ে' করেছেন গুজরাটের তরুণী শামা বিন্দু। নিজের প্রথম 'বিবাহবার্ষিকী' পালন করেন। নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’-তে একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। যে ভিডিয়োয় একা-একা তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে।

এক বছর আগে নিজেকে ‘বিয়ে’ করেছিলেন। শুক্রবার সেই বিশেষ দিনটা উদযাপন করলেন গুজরাটের তরুণী শামা বিন্দু। নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’-তে একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। যে ভিডিয়োয় একা-একা তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। নিজের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা গিয়েছে গুজরাটের তরুণীকে। সেইসঙ্গে ওই ভিডিয়োয় যে ঝলক দেখা গিয়েছে, তাতে দেখা গিয়েছে যে তাঁর বুকে বাংলা হরফে ‘একলা চলো রে’ লেখা ট্যাটু আছে। যে ভিডিয়ো নেটপাড়ার নজর কেড়ে গিয়েছে।

গত বছর ৯ জুন নিজেকে ‘বিয়ে’ করেছিলেন গুজরাটের ভদোদরার তরুণী শামা। প্রাথমিকভাবে ১১ জুন বিয়ে করার থাকলেও বিতর্কের জেরে বিয়ে এগিয়ে নিয়ে এসেছিলেন। আর পাঁচটা বিয়েতে যেমন গায়ে হলুদ, মেহেন্দি হয়, তা শামার 'বিয়ে'-তেও হয়েছিল। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেইসময় একাধিক রিপোর্টে জানানো হয়েছিল যে শামার 'বিয়ে' সম্পন্ন হতে ৪০ মিনিট লেগেছিল। 'বিয়ে'-র পর সিঁদুর, মঙ্গলসূত্রও পরেন। তা নিয়ে বিতর্ক হলেও তাতে কর্ণপাত করেননি শামা। নিজের ছন্দেই এগিয়ে যেতে থাকেন।

আরও পড়ুুন: Woman marrying herself: নিজেকেই বিয়ে করছেন তরুণী! ছাপা হল বিয়ের কার্ড, বললেন ‘প্রথা ভাঙার বিষয় এটা’

তারইমধ্যে শুক্রবার নিজের প্রথম 'বিবাহবার্ষিকী' পালন করেন শামা। সেই বিশেষ দিনে ইনস্টাগ্রামে একটি ভিডিয়োও পোস্ট করেন। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ‘বিয়ে’-র দিন নিজেই নিজেকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। তারপর একটি অনুষ্ঠানে নাচ্ছেন। ট্রেনে চেপে কোথাও যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ঘুরছেন। নিজের জন্মদিন পালন করছেন। করবা চৌথে মেতে উঠছেন। শুধু তাই নয়, ওই ভিডিয়োয় শামাকে কলকাতায় দেখা গিয়েছে। সম্ভবত পার্কস্ট্রিটে কোনও একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন শামা। তারপর নৌকা চেপে দ্বিতীয় হুগলি সেতুর নীচ দিয়ে যাচ্ছেন। আবার বুকে বাংলা হরফে লেখা ‘একলা চলো রে’ ট্যাটু করানোর মুহূর্তও দেখা গিয়েছে।

ওই ভিডিয়োর সঙ্গে শামা লিখেছেন, ‘হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি (শুভ প্রথম বিবাহবার্ষিকী)।’ যে পোস্টে অনেকেই তাঁকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘যাই হোক, দিনের শেষে তুমি খুশি তো।’ একজন বলেন, ‘শুভ বিবাহবার্ষিকী। যদি সব মহিলা তোমার মতো মানসিকভাবে শক্ত হতেন। পিতৃতান্ত্রিক সমাজকে ভুল প্রমাণ করে দিয়েছ।’

আরও পড়ুন: Ileana D'Cruz: ‘শক্ত করে ধরে, চোখের জল মুছে দেয়’, প্রেমিককে নিয়ে বহু কথা বললেন ইলিয়ানা

তারইমধ্যে কটাক্ষও উড়ে এসেছে। করা হয়েছে গালিগালাজ। একজন দাবি করেন, ‘এটা একটা খেলা। নিজেকে জনপ্রিয় করে তুলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর ধান্দা এটা।’