স্বপ্ন কি সত্যি হয়? আসলে কখনও কখনও তা সত্যি হয় বটে। যেমনটা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এক মহিলা স্বপ্নে দেখা নম্বর মিলিয়ে লটারি কিনেছিলেন। আর তারপরেই লটারিতে জিতলেন ৪০ লক্ষ টাকা। অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। এমনই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। শুধুমাত্র একটি স্বপ্ন বদলে দিল মহিলার জীবন। প্রিন্স জর্জ কাউন্টিতে বসবাসকারী ওই মহিলা লটারি জয়ের পর এমনই কথা জানিয়েছেন মেরিল্যান্ড লটারির আধিকারিকদের।
আরও পড়ুন: লটারি জিতেই ২০০ কোটি টাকার বাড়ি কিনলেন পাওয়ার বল বিজেতা!
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মহিলা ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেছিলেন। তাতে দেখেছিলেন ৯-৯-০-০-০ নম্বর। এরপরই তিনি অক্সন হিল জিপ ইন মার্টে ছুটে যান এবং টিকিট কিনেছিলেন। যদিও স্বপ্ন সত্যি হবে কি না তখনও তা জানা ছিল না মহিলার। ভাগ্যের ওপরেই ছেড়ে দিয়েছিলেন তিনি। মহিলা জানান, বিজয়ী সংখ্যার স্বপ্ন দেখার এক সপ্তাহ পরে একটি পিক ৫ ড্রতে টিকিত কিনেছিলেন। তিনি দেরি করে সেখানে পৌঁছছিলেন এবং খেলতে প্রায় ভুলেই গিয়েছিলেন। কিন্তু, ২০ ডিসেম্বরের সন্ধ্যায় ড্রয়ের সময় স্বপ্নে দেখা নম্বরের লটারি পেয়েছিলেন তিনি। তবে তার স্বামীর তখনও তা বিশ্বাস হয়নি। কিন্তু, যখনই মহিলা লটারি জেতেন তখন তারা দুজনেই কার্যত হতবাক হয়ে যায়। কীভাবে তারা এই অর্থ খরচ করবেন তা নিয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন। তবে বড়দিনে ওই দম্পতি নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। সেখানে বেশ কিছু অর্থ খরচ করেছেন। মহিলার স্বামী জানান, তারা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার কথাও ভাবছেন। কিন্তু আপাতত, তারা শুধু মুহূর্তটি উপভোগ করতে চান।
তবে স্বপ্নে নম্বর মিলিয়ে লটারি জয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। এক মহিলা স্বপ্নে দেখা নম্বর মিলিয়ে ৩৮ লক্ষ টাকা জিতেছিলেন। গত নভেম্বরে সিঙ্গাপুরের একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বালাসুব্রমানিয়ান চিতাম্বরম, মুস্তাফা জুয়েলারিতে তার স্ত্রীর জন্য একটি সোনার চেইন কেনার পর একটি লাকি ড্রতে ৮.৪৫ কোটি জিতেছিলেন। দোকানটি সোশ্যাল মিডিয়ায় জানায়, হয়তো স্বপ্নের প্রতি আরও মনোযোগ দেওয়ার বা পরবর্তী সামান্য সুযোগটি কাজে লাগানোর সময় এসেছ। কেউ কখনই জানেন না যে কখন ভাগ্য সঙ্গে দেয়।