বাংলা নিউজ > ঘরে বাইরে > Women Agniveers in Air Force: মহিলা অগ্নিবীরদেরও অন্তর্ভুক্ত করা হবে বাহিনীতে, বড় ঘোষণা বায়ুসেনা প্রধানের

Women Agniveers in Air Force: মহিলা অগ্নিবীরদেরও অন্তর্ভুক্ত করা হবে বাহিনীতে, বড় ঘোষণা বায়ুসেনা প্রধানের

এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী (ছবি - পিটিআই) (HT_PRINT)

এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বলেন, ‘বায়ুসেনায় অগ্নিপথের মাধ্যমে নিয়োগের বিষয়টি বেশ চ্যালেঞ্জের। তবে ভারতের সম্ভাবনা বোঝার জন্য এটা একটা বড় সুযোগ।’

আগামী বছর থেকে মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করা হবে ভারতীয় বিমান বাহিনীতে। বায়ুসেনা দিবসে এমন পরিকল্পনার কথাই ঘোষণা করলেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। তিনি বলেন, ‘বায়ুসেনায় অগ্নিবীরের মাধ্যমে যোদ্ধা নিয়োগের বিষয়টি বেশ চ্যালেঞ্জের। তবে ভারতের সম্ভাবনা বোঝার জন্য এটা একটা বড় সুযোগ।’

আজ বায়ুসেনা প্রধান বলেন, ‘বায়ুসেনায় ক্যারিয়ার শুরু করার জন্য প্রতিটি অগ্নিবীরের কাছে সঠিক দক্ষতা এবং জ্ঞান আছে কি না, তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করেছি। এই বছরের ডিসেম্বরে, আমরা প্রাথমিক প্রশিক্ষণের জন্য তিনাজার অগ্নিবীর বায়ুকে অন্তর্ভুক্ত করব। আগামী বছরগুলিতে এই সংখ্যা বাড়বে।’ উল্লেখ্য, ২৪ জুন থেকে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ভারতীয় বায়ুসেনায় নিয়োগ শুরু হয়। প্রতিটি ব্যাচ থেকে সামরিক বাহিনীর ‘রেগুলার ক্যাডারে’ সর্বাধিক ২৫ শতাংশ 'অগ্নিবীর'-কে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরকে চারবছর পর 'সেবা নিধি প্যাকেজ'-র আওতায় করমুক্ত ১১.৭১ লাখ টাকা দেওয়া হবে।

এদিকে শনিবার এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী আরও ঘোষণা করেছেন যে বায়ুসেনা অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম শাখা তৈরির অনুমোদন দিয়েছে সরকার। স্বাধীনতার পর এই প্রথম বাহিনীর কোনও নতুন অপারেশনাল শাখা তৈরি করা হল। এই নয়া শাখা বায়ুসেনার যাবতীয় অত্যাধুনিক অস্ত্রের দায়িত্বে থাকবে। এতে করে ৩৪০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানা গিয়েছে। এয়ার চিফ মার্শাল বলেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ভবিষ্যতের লড়াই আমরা অতীতের মানসিকতা নিয়ে লড়তে পারব না।’

বন্ধ করুন