বিয়ের অনুষ্ঠানে নামল শোকের ছায়া। বিয়েতে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবতীর। উল্লেখ্য, ১২ বছর বয়সে তাঁর ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে। ওই যুবতীর নাম পরিণীতা জৈন (২৩)। জানা গিয়েছে, এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে নাচার সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন পরিণীতা। তখন সকলে ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: সরকারি আবাসন থেকে উদ্ধার বিডিওর দেহ, ঘুমের মধ্যেই মৃত্যু হার্ট অ্যাটাকে
জানা গিয়েছে, পরিণীতা ইন্দোরের বাসিন্দা। তিনি খুড়তুতো দিদির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশার ওই রিসোর্টে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা ওই ভিডিয়োই দেখা গিয়েছে, যে ‘হলদি’ অনুষ্ঠানে মঞ্চে উঠে নাচছিলেন তিনি। সেই সময় ২০০ জনের বেশি অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটে শনিবার রাতে। পরিণীতা তখন ‘লেহরা কে বলখা কে’ নামে একটি বলিউড গানের তালে নাচছিলেন। তখন তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে শোরগোল পড়ে যায়। তখন পরিবারের সদস্যরা তাঁর কাছে ছুটে আসে। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁরা তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নামে। জানা গিয়েছে, পরিণীতা এমবিএ স্নাতক ছিলেন। তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে থাকতেন।
তবে, মধ্যপ্রদেশে নাচতে গিয়ে হৃদরোগে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত বছরের অক্টোবরে, আগর মালওয়া জেলায় ক্রিকেট খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছিল। একইভাবে, মধ্যপ্রদেশের ইন্দোরে একটি যোগব্যায়াম অনুষ্ঠানের সময় মঞ্চে নাচতে নাচতে ৭৩ বছর বয়সি এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।জুন মাসে আরেকটি মর্মান্তিক ঘটনায় উত্তর প্রদেশের নৈনিতাল জেলায় বিয়ের আগে একটি অনুষ্ঠান চলাকালীন দিল্লির ২৮ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়। অনুষ্ঠানে নাচতে গিয়ে তিনি হৃদরোগে মারা গিয়েছিলেন।