পোষ্য সারমেয় এবং পথ কুকুরকে খাওয়ানোর জন্য এক মহিলাকে পাঁচ দিনে মধ্যে দুবার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। এই অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও, এক নাবালককে আটক করেছে। পাশাপাশি মহিলাকে মারধর এমনকী হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আরও দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহিলার অভিযোগ, গ্রেফতারের পরও তাদের বিরুদ্ধে বয়ান না দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দ্বারকা) হর্ষ বর্ধন মান্দব জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটেছে গত ২২ জানুয়ারি। একটি মোটর সাইকেলে করে তিনজন মহিলাকে থামিয়ে হুমকি দেয়। এমনকী মারধরও করে বলে অভিযোগ। এই ঘটনার পরে ওই মহিলা থানায় শ্লীলতাহানি, যৌন হয়রানি এবং হুমকির একটি মামলা দায়ের করে। মহিলার অভিযোগ, অভিযুক্ত যুবকরা তাঁকে পথ কুকুরদের খাওয়ানোর ওপর আপত্তি জানিয়েছিল। আর তাই নিয়ে মহিলার সঙ্গে তাদের বচসা বাঁধে। তদন্তের পর অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। ধৃতদের নাম হল শিবম এবং দিলীপ ওরফে কালে। ঘটনার একদিন পরেই তাদের গ্রেফতার করা হয়। আরও দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
এদিকে, এই ঘটনার পরেই গত শুক্রবার মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, তিনি তাঁর কুকুর বাড়ির কাছে নিয়ে যাওয়ার সময় বাইকে করে দুজন অজ্ঞাতপরিচয় যুবক এসে তাঁকে বয়ান না দেওয়ার হুমকি দেয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup