সংসদের বিশেষ অধিবেশনেই কি মহিলা সংরক্ষণ বিল পেশ হবে? উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের এক মন্তব্যে সেই জল্পনা তৈরি হয়েছে। সোমবার তিনি বলেন, 'সেই দিন আর বেশি দূরে নেই যে দিন সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলারা সংসদে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারবেন।'
ধনখড়ের এই মন্তব্য পর মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নেত্রী কে কবিতার চিঠি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। দেশের ৪৭টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশনে বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য আহ্বান জানিয়েছেন।
(পড়তে পারেন। মহাজোট! না হলে বন্ধুত্বপূর্ণ লড়াই, বাংলায় তৃণমূলের দিকে তাকিয়ে কংগ্রেস)
(পড়তে পারেন। আই ফর ইটালিয়ান, এন ফর নকশাল, ইন্ডিয়ার বাকিগুলো কী জানেন? ধাঁধার জবাব দিলেন BJP এমপি)
চিঠিতে তিনি রাজনৈতিক দলগুলোকে আবেদন জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য। এই বিলটি পাশ হলে লোকসভা ও রাজ্যসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।
তিনি লিখেছেন,'সবাইকে আমি হাতজোড় করে অনুরোধ করছি দলগত মতে ঊর্ধ্বে উঠে বিলটিকে সমর্থন করার জন্য। কারণ বর্তমান সরকারের রাজ্যসভা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই।' যদি ইতিমধ্যেই বিলটি রাজ্যসভা পাশ হয়েছে এবং লোকসভায় পেশ করতে হবে।
কবিতার এই আবেদন বিজেপি সভাপতি জেপি নড্ডা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকের এমকে স্ট্যালিন, এনসিপির শরদ পওয়ার এবং কংগ্রেসের মল্লিকার্জুন-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছেন।
তবে এই প্রথম নয়, এর আগেও কবিতা মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হয়েছিলেন। চলতি বছরের মার্চে তিনি এই বিল পাশের দাবিতে দিল্লিতে অনশনে বসেন।