দীপাবলির রাতে হাড়হিম ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বচসার জেরে রাগের মাথায় স্বামীর প্রথমে পক্ষের স্ত্রীর ওপর নির্মমভাবে হামলা চালাল তরুণী। সতীনকে ছুরি দিয়ে অন্তত ৫০ বার কোপাল, আর সেইসঙ্গে চলল মুখে লাথি, গালিগালাজ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। এই ঘটনায় পুলিশ মানসী নামে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। আক্রান্ত মহিলা জয়ার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার চিকিৎসা চলছে। ছুরি দিয়ে কোপানোর একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করার অভিযোগ বীরভূমে, পাঁচজন গ্রেফতার
পুলিশ জানিয়েছে, মানসী এবং জয়া দুজনে রামবাবু ভার্মা নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছেন। ঘটনাটি দীপাবলিতে ঘটেছিল ৩১ অক্টোবর দীপাবলির রাতে। কোনও একটি বিষয় নিয়ে মানসী এবং জয়ার মধ্যে তর্কাতর্কি হয়। আর সেই বচসা থেকেই ভয়ঙ্কর এই কাণ্ড ঘটে। হিংসাত্মক হয়ে ওঠে মানসী। সে একটি ছুরি নিয়ে জয়াকে একের পর এক কোপাতে থাকে। রাগের মাথায় মানসী জয়াকে ছুরি দিয়ে ৫০ বারেরও বেশি কোপ মেরেছে বলে পুলিশ জানিয়েছে। লোমহর্ষক ঘটনার ভিডিয়োতে দেখা যায়, মানসী জয়ার কাছে দাঁড়িয়ে আছে। আর জয়া হামলার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। মানসীকে জয়ার মুখে লাথি মারতে ও গালিগালাজ করতেও দেখা যায়। আর একজন সেই ভিডিয়ো রেকর্ডিং করছে। ঘটনায় জয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মানসীকে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, জয়ার সঙ্গে রাম বাবু ভার্মার বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তবে তার খারাপ স্বাস্থ্যের কারণে রামবাবু ২০২১ সালে মানসীকে বিয়ে করেছিলেন।
মামলার বিষয়ে এক সিনিয়র পুলিশ আধিকারিক উদিত মিশ্র বলেন, ‘এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রামবাবুর প্রথম স্ত্রী জয়া প্রায়ই অসুস্থ থাকতেন। সেই কারণে তিনি মানসীকে বিয়ে করেছিলেন। আমরা তদন্ত চালাচ্ছি। আক্রান্তের বয়ানের জন্য অপেক্ষা করছি।’
এদিকে, অন্য একটি ঘটনায় নাগপুরে আতশবাজি ফাটানোর জন্য ২৫ বছর বয়সি এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।পুলিশ জানিয়েছে, যুবকের নাম অমল ওয়াঘমার। বাজি নিয়ে এক কিশোরের সঙ্গে তার ঝগড়া হয়। সেই সময় কিশোর ওই যুবককে ছুরি দিয়ে হামলা চালায়। ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়।