বাংলা নিউজ > ঘরে বাইরে > NITI Aayog: বিরল প্রতিভাধর ৭৫ জন মহিলাকে সম্মানিত করতে চলেছে নীতি আয়োগ, দেশের কোন বিশিষ্টরা রয়েছেন তালিকায়?

NITI Aayog: বিরল প্রতিভাধর ৭৫ জন মহিলাকে সম্মানিত করতে চলেছে নীতি আয়োগ, দেশের কোন বিশিষ্টরা রয়েছেন তালিকায়?

নীতি আয়োগ দিতে চলেছে একাধিক মহিলাকে বিশেষ সম্মাননা। ছবি : এএনআই (ANI)

পুদুচেরির গভর্নর কিরণ বেদী, রাষ্ট্রসংঘের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল লক্ষ্মীপুরী, ডিআরডিওর অ্যারোনটিক্যাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল টেসি থমাস, এসবিআইয়ের প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতি ভট্টাচার্য, ন্যাসকমের প্রেসিডেন্ট দেবাযানী ঘোষ, দ্যা মিলানো লেদার্সের ম্যানেজিং ডিরেক্টর শিবানী মালিক, অ্যাপোলো হসপিটালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা রেড্ডি, দূরদর্শনের প্রাক্তন সঞ্চালিকা সলমা সুলতান, গায়িকা ইলা অরুণরা এই সম্মান পেতে চলেছেন।

দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' এর অংশ হিসাবে নীতি আয়োগের মহিলা অন্তপ্রনরশিপ প্ল্যাটফর্মের তরফে দেশের বিশিষ্ট ৭৫ জন মহিলাকে সম্মান জানানো হবে। নীতি আয়োগের তরফে একটি প্রেস রিলিজে জানানো হয়, 'সশক্ত ও সমর্থ ভারত'-এ তাঁদের অবদানের জন্য ৭৫ জন নারীকে WTI পুরস্কার প্রদান করা হবে।'

নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, WTI অ্যাওয়ার্ড দেওয়া হবে, ৭৫ জন মহিলাকে। যাঁরা বিভিন্ন জায়গা ও সেক্টর থেকে উঠে এসেছেন। যাঁদের বেছে নেওয়া হয়েছে একটি বড়সড় প্রক্রিয়া দ্বারা। জানা গিয়েছে, দেশে দেশে ৭৫ জন বিরল প্রতিভাধর মহিলাকে এই সম্মান দেওয়া হবে। পুদুচেরির গভর্নর কিরণ বেদী, রাষ্ট্রসংঘের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল লক্ষ্মীপুরী, ডিআরডিওর অ্যারোনটিক্যাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল টেসি থমাস, এসবিআইয়ের প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতি ভট্টাচার্য, ন্যাসকমের প্রেসিডেন্ট দেবাযানী ঘোষ, দ্যা মিলানো লেদার্সের ম্যানেজিং ডিরেক্টর শিবানী মালিক, অ্যাপোলো হসপিটালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা রেড্ডি, দূরদর্শনের প্রাক্তন সঞ্চালিকা সলমা সুলতান, গায়িকা ইলা অরুণরা এই সম্মান পেতে চলেছেন।

উল্লেখ্য, সম্মান প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন একাধিক ব্যক্তিত্ব।নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত এবং ওমেন অন্তপ্রনরশিপ প্ল্যাটফর্মের সঙ্গীতের গায়ক ও সুরকার কৈলাশ খের ছাড়াও, বক্সিংয়ে টোকিও অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন; ২০০০ সালে অলিম্পিকে ভারোত্তোলনে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্নাম মল্লেশ্বরী; এসএলথ্রি-এ বিশ্বের এক নম্বর প্যারা-ব্যাডমিন্টন একক খেলোয়াড় মানসী জোশী সহ অন্যান্য ব্যক্তিত্বরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, এই অ্যাওয়ার্ড প্রদানের শুরু থেকে এপর্যন্ত প্রায় ৯০০ জন মহিলা অন্তপ্রনরশিপের এই সম্মান পেয়েছেন। ৭৭ টি অনুষ্ঠান এই সম্মানননাকে ঘিরে আয়োজিত হয়।

পরবর্তী খবর

Latest News

আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.