বাংলা নিউজ > ঘরে বাইরে > World's Dirtiest man: স্নান করার কয়েক মাস পরই মৃত্যু বিশ্বের সবচেয়ে 'অপরিচ্ছন্ন' ব্যক্তির

World's Dirtiest man: স্নান করার কয়েক মাস পরই মৃত্যু বিশ্বের সবচেয়ে 'অপরিচ্ছন্ন' ব্যক্তির

আমৌ হাজি

ইরানের দক্ষিণে ফার্স এলাকায় দেজগায় জীবনাবসার হয় আমৌ হাজির। কয়েক দশক ধরে অমৌ হাজি স্নান করতেন না বলে শোনা যায়। তার থেকেই তাঁকে বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন ব্যক্তির তকমা দেওয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে 'অপরিচ্ছন্ন ব্যক্তি' হিসাবে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল। ইরানের অমৌ হাজির এই পরিচিতি গড়ে উঠেছিল দীর্ঘ দিন ধরে তাঁর স্নান না করাকে কেন্দ্র করে। সদ্য ৯৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, বহু দশক পর স্নান করার কয়েক মাসের মধ্যেই অমৌ হাজির মৃত্যু হয়েছে।

ইরানের দক্ষিণে ফার্স এলাকায় দেজগায় জীবনাবসার হয় আমৌ হাজির। কয়েক দশক ধরে অমৌ হাজি স্নান করতেন না বলে শোনা যায়। তার থেকেই তাঁকে বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন ব্যক্তির তকমা দেওয়া হয়েছে। হাজিকে বহুবার প্রশ্ন করা হয়েছে যে তিনি কেন স্নান করেন না? উত্তরে হাজি জানিয়েছিলেন যে, তিনি অসুস্থতার ভয়ে স্নান করতে পছন্দ করেন না। এরপর একদিন আচমকাই গ্রামবাসীরা তাঁকে জোর করে স্নান করাতে নিয়ে যান। সেই ঘটনার কয়েক মাস পরই হাজির মৃত্যু হয়। উল্লেখ্য, 'স্ট্রেঞ্জ লাইফ অফ আমৌ হাজি' নামের এক তথ্য চিত্র সদ্য প্রকাশ্যে এসেছে।

শোনা যায় আমৌ হাজি ৬০ বছর ধরে স্নান করেননি। তার ফলে অপরিচ্ছন্নতা তাঁকে জাঁকিয়ে বসে। তাঁর পরই রয়েছেন ভারতের কৈলাশ সিং নামে এক ব্যক্তি, যিনি ৩৫ বছর ধরে স্নান করেননি। এদিকে, আমৌ হাজির জীবনের নানান অদ্ভূত ঘটনা নিয়ে আলোচনা উঠে এসেছে এযাবৎকালে। তিনি সঙ্গে একটি আয়না রাখতেন। তাতে দেখতেন নিজেকে। আবার প্রতিদিন নিয়ম করে ৫ লিটার জল খেতেন একটি নির্দিষ্ট টিনে রাখা জায়গা থেকে। মাথায় পরতেন হেলমেট। ভাবছেন আমৌ হাজির শত্রু আছে কি না! তবে তেহরান টাইমসের খবর বলছে, শরীর গরম রাখতে হেলমেট পরতেন হাজি। চিরকালই মাটিতে বসতে পছন্দ করতেন তিনি। এতে মাটির ছোঁয়ায় থাকা যায় বলে মনে করতেন আমৌ হাজি।

 

বন্ধ করুন