একদিনে সর্বোচ্চ লেনদেন পরিচালনার রেকর্ড করে ইতিহাস তৈরি করেছে দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের বৃহত্তম ডেরিভেটিভস এক্সচেঞ্জ এনএসই। ৫ জুন এই রেকর্ড গড়ে এনএসই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সিইও আশিস চৌহান জানিয়েছেন, এক্সচেঞ্জটি ১,৯৭১ কোটি অর্ডার এবং ২৮.৫৫ কোটি লেনদেন পরিচালনা করেছে। গোটা বিশ্বে এটাই নাকি একদিনে কোনও একটি এক্সচেঞ্জে সর্বাধিক সংখ্যক লেনদেন। উল্লেখ্য, মোদীর সরকার গঠনের খবরের বিষয়ে বিনিয়োগকারীরা নিশ্চিত হতেই ৫ জুন ফের ঊর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার। ৪ জুনেক ভয়ানক ধসের পর বুধবার একলাফে অনেকটাই উঠেছিল সেনসেক্স ও নিফটি। (আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা দিয়ে শেয়ার বাজারে কারচুপি? প্রশ্ন তুলে তদন্তের দাবি TMC সাংসদের)
আরও পড়ুন: ছেলের হাতের মোয়া নাকি? আদালতের কড়া শর্তে চিন্তায় কর্মরত সরকারি কর্মীরা?
আরও পড়ুন: শহুরে এলাকায় ৪০% ভোট BJP'র, তৃণমূলের প্রাপ্ত ভোটের ৬২ শতাংশই এসেছে মফস্বল থেকে
উল্লেখ্য, ৩ জুন নিফটি প্রায় ৩ শতাংশের বেশি ওপরে উঠে ২৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল। ৩ জুন সেনসেক্স এক লাফে ২৫০০ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার পয়েন্টের ঘরে পৌঁছে গিয়েছিল। আর নিফটি প্রায় ৩ শতাংশের বেশি ওপরে উঠে ২৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পরে একদিনে সেটাই ছিল সবথেকে বড় উত্থান। আর কোভিডের পর থেকে শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস দেখা গিয়েছিল ৪ জুন, ভোট গণনার দিনে। মঙ্গলবার, ভোটের ফল প্রকাশের দিন একটা সময়ে সেনসেক্স প্রায় ৬ হাজার পয়েন্ট বা ৮.৫ শতাংশ পড়ে গিয়েছিল। পরে সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজারের সূচক। (আরও পড়ুন: ‘অগ্নিবীর স্কিমে বদল চাই’, UCC, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে সমর্থন দিয়ে শর্ত নীতীশের)
আরও পড়ুন: বদলাতে পারে প্রধানমন্ত্রীর শপথের দিনক্ষণ, মোদীর জন্য নিজের শপথ 'পিছোলেন' নাইডু
মঙ্গল সকালে ইভিএমে বিজেপি ধাক্কা খেতেই শেয়ার বাজারে সেনসেক্স ৫.৭৪ শতাংশ বা ৪৩৮৯.৭৩ পয়েন্ট পড়ে গিয়েছিল। এর জেরে সেনসেক্স ৭২,০৭৯.৫৮ পয়েন্টে গিয়ে ঠেকে। এদিকে নিফটির সূচক নেমেছিল ৫.৯৩ শতাংশ বা ১৩৭৯.৬৫ পয়েন্ট। এর জেরে ২১,৮৮৪.৫০ পয়েন্টে গিয়ে ঠেকে নিফটি। এই আবহে বিনিয়োগকারীরা একদিনে ৩০ লাখ কোটি টাকা হারিয়েছিলেন ৪ জুন। পরে লেনদেনের শেষের মুহূর্তে মোট শেয়ার বাজারের ক্যাপিটালাইজেশন কমে ৩৯৬ লাখ কোটি টাকা হয়ে গিয়েছিল। (আরও পড়ুন: 'অতি লোভে তাঁতি নষ্ট', বড় রায় আদালতের, মাথায় হাত পড়তে পারে সরকারি কর্মীদের)
আরও পড়ুন: যে যে রাজ্যে মোদী বেশি প্রচার করেছেন, সেখানেই ভরাডুবি হয়েছে বিজেপির, বলছে তথ্য
এরপর ৫ জুন নিফটি৫০-তেও বড়সড় উত্থান দেখা গিয়েছিল। সেদিন ৩.৩৬ শতাংশ উঠে ২২,৬২০.৩৫ পয়েন্টে পৌঁছে যায় নিফটি। এদিকে সেনসেক্স ৩.২ শতাংশ বা ২৩০৩.১৯ পয়েন্ট উঠে ৭৪,৩৮২.২৪ পয়েন্টে পৌঁছে যায় বুধবার ক্লোজিং বেলে। নিফটি ব্যাঙ্ক ৪.৫৩ শতাংশ বা ২১২৬ পয়েন্ট কমে ৪৯,০৫৪.৬০ পয়েন্টে পৌঁছে যায়।