World’s deadliest earthquake: মাত্র কয়েক দিনের ভূমিকম্পে ধসে গিয়েছে তুরস্ক ও সিরিয়ার বিশাল অংশ। তবে এমন ভূমিকম্পের ছবি এর আগেও দেখেছে সারা বিশ্ব। পৃথিবীর কিছু মারাত্মক ভূমিকম্পে মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের।
1/10চিনের ভূমিকম্প: ১৯৭৬ সালে চিনের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৮। উত্তর পূর্বের হেবেই প্রদেশের তাংশান অঞ্চলে এই ভূমিকম্পের ফলে ২,৪২,০০০ মানুষ প্রাণ হারান। বেসরকারি মতে, সংখ্যাটা আরও বেশি। পশ্চিমী বিশেষজ্ঞদের কথায়, মৃত্যুর সংখ্যা ছুঁয়েছিল ৭ লাখের কোঠা।
2/10দক্ষিণপূর্ব এশিয়া: ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৯.১এ কেঁপে উঠেছিল সারা দক্ষিণপূর্ব এশিয়া। ভূমিকম্পের তীব্রতা রীতিমতো সুনামি ডেকে আনে। সমুদ্রের জল ৩০ মিটার ছাপিয়ে উঠেছিল। মৃতের সংখ্যা ২,৩০,০০০। যার মধ্যে ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল ১,৭০,০০০।
3/10হাইতি: ২০১০ সালের ১২ জানুয়ারি রিখটার স্কেলে ৭ মাত্রায় কেঁপে ওঠে হাইতি। ভূকম্পের মাত্রা এতটাই ছিল যে বহির্জগতের সঙ্গে ২৪ ঘণ্টা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২ লাখের বেশি মানুষ মারা যান। ১৫ লাখ মতো মানুষ ঘরছাড়া হন। ধসে যায় সেই দেশের সমস্ত পরিকাঠামো।
4/10জাপান ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর কেঁপে ওঠে সবচেয়ে পূর্ব দিকের দেশ। দুপুর নাগাদ হঠাৎ করেই ৭.৯ মাত্রায় কেঁপে ওঠে জাপানের কান্তো অঞ্চল। ভূমিকম্প ও আগুনের গ্রাসে প্রাণ হারান টোকিওর ১,০৫,০০০ মানুষ।
5/10তুর্কমেনিস্তান: ১৯৪৮ সালের ৫ অক্টোবর এই ৭.৩ মাত্রায় কেঁপে ওঠে এই অঞ্চল। তুর্কমেনিস্তানের রাজধানী আসঘাবাতের ১,১১,০০০ মানুষ মারা যান এই ভূমিকম্পে। একসময় এই দেশটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
6/10সিচুয়ান: চিনের সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূকম্পে মারা যান ৮৭,০০০ মানুষ। চিনের দক্ষিণপূর্বে অবস্থিত এই প্রদেশটির ভূকম্পের কবলে পড়ে ২০০৮ সালের ১২ মে। ৭,০০০এর বেশি স্কুল বিধ্বস্ত হয়ে যায় এই ভূমিকম্পে।
7/10কাশ্মীর: ২০০৫ সালের ৮ অক্টোবর। গোটা কাশ্মীর কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। সব মিলিয়ে ৭৩,০০০ মানুষের প্রাণ যায় এই ভূমিকম্পে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তান অধিকৃত অঞ্চলটিই।
8/10চিন: ১৯৩২ সালে চিনের ভূমিকম্প ভয়ঙ্কর মাত্রার ছিল। ৭.৯ মাত্রায় কেঁপে ওঠে চিনের উত্তর পশ্চিম দিকের গাংশু প্রদেশ। মৃতের সংখ্যা ছিল ৭০,০০০।
9/10পেরু: ১৯৭০ সালের ৩১ মে। পেরুর উত্তর উপকূলীয় অঞ্চলের বিশাল এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৯ ও মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় ৬৭,০০০।
10/10তুরস্ক ও সিরিয়া: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প এই দশের তালিকায় সবচেয়ে শেষে থাকলেও সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। চলতি বছরের ৬ ফেব্রয়ারি ৭.৮ কম্পন মাত্রায় কেঁপে ওঠে মধ্য প্রাচ্যের এই দুই দেশ।ভূমিকম্প প্রাণ কেড়ে নেয় ৫০,০০০ মানুষের।