বাংলা নিউজ > ঘরে বাইরে > World’s Largest Football Boot: বিশ্বকাপে না থেকেও কাতারে রেকর্ড ভারতীয় বুটের, কেরলের শিল্পীর কীর্তিতে মুগ্ধ বিশ্ব

World’s Largest Football Boot: বিশ্বকাপে না থেকেও কাতারে রেকর্ড ভারতীয় বুটের, কেরলের শিল্পীর কীর্তিতে মুগ্ধ বিশ্ব

বিশ্বের সর্ববৃহৎ ফুটবল বুট

ফুটবল বিশ্বকাপে ভারত অংশগ্রহণ না করলেও বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় বুটটি।

কাতার বিশ্বকাপের আগে সেদেশে উন্মেচিত হল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল বুট। বুটটি তৈরি হয়েছে ভারতে কেরলে। ফুটবল বিশ্বকাপে ভারত অংশগ্রহণ না করলেও বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় বুটটি।

ফুটবল বিশ্বকাপে খেলে মাত্র ৩২টি দেশ। তবে এই প্রতিযোগিতাকে ঘিরে মেতে থাকে গোটা বিশ্ব। যেসব দেশ এই প্রতিযোগিতাতে অংশ নিতে পারে না, সেই দেশের জনগণেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কোনও খামতি থাকে না। ভারতের বাংলা, গোয়া বা কেরলেও সেই উন্মাদনা চোখে পড়ার মতো। বিশ্বকাপ দেখতে ভারত থেকে অনেকেই পাড়ি জমিয়েছেন কাতারে। সেই সঙ্গে ভারতে তৈরি বিশ্বের সর্ববৃহৎ ফুটবল বুটও পা রেখেছে কাতারে। সম্প্রতি সেই বুট উন্মোচিত হয় দোহায়।

১৭ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার জুতাটি প্রায় ৫০০ কেজি ওজনের। কেরলের কোঝিকোড়ে এই বুটটি প্রথম জনসমক্ষে আনা হয়েছিল। বিশ্বকাপের আগে বুটটি কাতারকে উপহার দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর কাতারা কালচারাল ভিলেজে এই বুটটি উন্মোচন করা হয়।

ভারতীয় শিল্পী এম দিলিফ এই বুটটি ডিজাইন করেন। তাঁর তত্ত্বাবধানে আইম্যাক্স গোল্ড রাইস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বুটটি তৈরি করে। বুটটি তৈরি করতে ফাইবার, চামড়া, রেক্সিন, ফোম শিট এবং এক্রিলিক শিট ব্যবহার করা হয়। সাধারণ মাপের বুট তৈরি করতেও এই সামগ্রীগুলি ব্যবহার করা হয়ে থাকে।

চলতি বছরের এপ্রিলে এই বুটটি তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় সাত মাস পর গত অক্টোবরে বুটটি পুরোপুরি তৈরি হয়। বুট তৈরি করা দিলিফ বিশ্বকাপ সম্পর্কে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিশ্বকাপ মানবতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে।’

বুট তৈরি করা দিলিফ এর আগেও একাধিক কীর্তির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন। এর আগে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা কোরান, সবচেয়ে বড় মার্কার পেন, সবচেয়ে বড় সাইকেল, সবচেয়ে বড় স্ক্রুডাইভারের মতো বস্তু তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবার তিনি বিশ্বের সর্ববৃহৎ ফুটবল বুট তৈরি করলেন। এখন অপেক্ষা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির।

বন্ধ করুন