বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যের 'কলকাতা দখলের' ডাক শুনে হাসছে নেটপাড়া। তাঁকে ছাপিয়ে আরও কয়েক কাঠি উপরে উঠে গেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। তিনি দাবি করলেন, ভারত যদি চট্টগ্রাম দখল করতে চায়, তাহলে বাংলাদেশও বাংলা, ওড়িশা, বিহার ফেরত চাইবে। দখল করে নেওয়া হবে বাংলা, ওড়িশা এবং বিহার। সেইসঙ্গে বিএনপি নেতা দাবি করেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি কম নয়। বাংলাদেশ একেবারে ‘অবলম্বনহীন’-ও নন। যদিও ভারত সরকারের তরফে এরকম কিছু বলা হয়নি যে চট্টগ্রাম দখলের চেষ্টা করা হবে বা চট্টগ্রাম ফেরত দেওয়ার দাবি জানানো হবে। প্রথম থেকেই ভারত একটা বিষয় স্পষ্ট করে দিয়ে আসছে যে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ভারতকে নিশানা বিএনপি নেতার
তারইমধ্যে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম রিপোর্ট অনুযায়ী, রবিবার ভারতকে আক্রমণ শানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন যে ‘তাদের (ভারত) ঔদ্ধত্য অনেক পর্যায়ে….। তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ওই স্তরে তাদের ঔদ্ধত্য গিয়েছে। তো আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলব যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে.......। কী কারণে (চট্টগ্রাম দাবি করবে)?’
বিএনপির বর্ষীয়ান নেতা আরও বলেন, ‘তোমরা (ভারত) যদি ওটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব, আমাদের নবান্ন সিরাজদৌল্লার বাংলা, বিহার, ওড়িশা ফেরত দাও আমাদের। আমাদের ওটা ফেরত দিতে হবে। আমরা ওটার জন্যও দাবি করছি। এই সমস্ত ফাঁপা আওয়াজ দিয়ে কিছু হবে না।’
'আবেগাস্ত্র'-র শরণাপন্ন বিএনপি নেতা?
সেই হুঁশিয়ারি দিলেও রিজভি ভালোভাবেই জানেন যে ভারতের সামরিক শক্তির ধারেকাছেও আসে না বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। সেখানে বাংলাদেশ আছে ৩৭ নম্বরে। আর সেজন্যই 'আবেগ' হাতিয়ারের শরণাপন্ন হন। তিনি বলেন, ‘আমরা একেবারে অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, জল প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসংগত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়।’
‘৪ দিনের মধ্যে কলকাতা দখলের’ কথায় কটাক্ষের বন্যা
আর সেই 'শক্তি' আস্ফালনের চেষ্টা করেছেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের একাংশ। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে তাঁরা শনিবার ঢাকায় মিছিল করেন। আর সেই মিছিল থেকেই নিজেকে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করে এক বৃদ্ধ বলেন, ‘চারদিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব।’
যে মন্তব্য শুনে তুমুল হাসাহাসি শুরু করেছে নেটপাড়ায়। এক নেটিজেন চরম কটাক্ষ করে বলেছেন, ‘অফিসের কাজে বর্ধমানে যাচ্ছি। পাঁচদিন পরে ফিরব কলকাতায়। তাহলে কি ভিসা লাগবে?’ একইরকমভাবে বাংলাদেশকে কটাক্ষ করে এক নেটিজেন বলেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ চাই। আমি কি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যাব? কারণ বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা ঘোষণা করে দিয়েছেন চারদিনের মধ্যেই কলকাতা দখল করবেন।’