নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি গত ২২ মাসের সর্বনিম্নে, মাত্র ২.১৭%-এ নেমে এসেছে। আগের মাসেই, অক্টোবরে তা ৬.৪৮% ছিল। অর্থাত্ তার প্রায় এক তৃতীয়াংশ হয়ে গিয়েছে।
1/7নভেম্বরে গত ২১ মাসের সর্বনিম্ন স্তরে নেমে এল ভারতের পাইকারি মূল্যস্ফীতি। ৫.৮৫%-এ নেমে এসেছে WPI মূল্যস্ফীতি। ১৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/7WPI মূল্যস্ফীতি গত অক্টোবরেই ৮.৩৯%-এ দাঁড়িয়েছিল। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের নভেম্বরে তা ১৪.৮৭%-এ ছিল। ফলে পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/7রিজার্ভ ব্যাঙ্কের নীতি অনুযায়ী, দেশের মুদ্রাস্ফীতি সূচক ২-৬%-এর মধ্যে থাকলে তা সবচেয়ে ভাল। কিন্তু মাসের পর মাস সা এই সীমার অনেক বাইরেই ছিল। তবে নভেম্বরে, এতদিন পর তা কমে ৬%-এর নিচে এসেছে। একইভাবে ভোক্তা মূল্য সূচকে মূল্যস্ফীতিও নভেম্বরে কমে ৫.৮৮%-এ নেমে এসেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/7২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে এই প্রথম WPI-এর বৃদ্ধির হার CPI-এর চেয়েও কমে রয়েছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে পাইকারি মূল্যস্ফীতি ৪.৮৩% এবং খুচরা মূল্যস্ফীতি ৫.০৩% ছিল।ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/7নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি গত ২২ মাসের সর্বনিম্নে, মাত্র ২.১৭%-এ নেমে এসেছে। আগের মাসেই, অক্টোবরে তা ৬.৪৮% ছিল। অর্থাত্ তার প্রায় এক তৃতীয়াংশ হয়ে গিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
6/7এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের প্রচেষ্টাও উল্লেখযোগ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২-এ মে থেকে প্রায় ২২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
7/7কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি ফের আগামী ৬-৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। অর্থনীতিবিদদের মতে তার পরে আরও একবার, শেষবারের মতো হার বৃদ্ধি করা হতে পারে। তবে সেই নিয়ে এখন সবাই নিশ্চিত নন। কারণ অনেকেই নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ৬%-এর নিচে নেমে আসার বিষয়টি আশা করেননি। ফলে সেটি কার্যকর করতে আরবিআই আরও একবার রেপো রেট বৃদ্ধি করবে বলে নিশ্চিত ছিলেন সকলে। তবে তা সত্ত্বেও, ফেব্রুয়ারিতে আরও একবার অল্প রেপো রেট বৃদ্ধির আশা করা হচ্ছে। ফাইল ছবি: এএনআই (Reuters)