বাংলা নিউজ > ঘরে বাইরে > Wrestlers' protest: আটক হওয়ার পর হাসছেন কুস্তিগিররা? ‘IT সেল ভুয়ো ছবি ছড়াচ্ছে’, দাবি বজরংয়ের

Wrestlers' protest: আটক হওয়ার পর হাসছেন কুস্তিগিররা? ‘IT সেল ভুয়ো ছবি ছড়াচ্ছে’, দাবি বজরংয়ের

এই ছবিটি ভুয়ো বলে দাবি করেছেন বজরং পুনিয়া। (ছবি সৌজন্যে, টুইটার @BajrangPunia)

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া বলেন, ‘আইটি সেলের (কোন আইটি সেল তা অবশ্য জানাননি) লোকজন এই ভুয়ো ছবি ছড়াচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে যিনি এই ভুয়ো ছবি পোস্ট করবেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।’

‘আইটি সেলের’ বিরুদ্ধে ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তুললেন বজরং পুনিয়া। যাঁরা সেই ভুয়ো ছবি ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী। রবিবার সন্ধ্যার দিকে টুইটারে দুটি পোস্ট করে তিনি লেখেন, ‘আইটি সেলের (কোন আইটি সেল তা অবশ্য জানাননি) লোকজন এই ভুয়ো ছবি ছড়াচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে যিনি এই ভুয়ো ছবি পোস্ট করবেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।’ বজরং যে দুটি ছবি পোস্ট করেছেন, তার মধ্যে প্রথম ছবির লাল হরফে ‘FAKE’ বা ভুয়ো লেখা আছে। ওই ছবিতে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর ভিনেশ এবং সংগীত ফোগাটের মুখে হাসি দেখা গিয়েছে। অপর ছবিতে দেখা গিয়েছে, পুলিশের বাসে দুই কুস্তিগির বসে আছেন। তাঁদের মুখে হাসির লেশমাত্র নেই। সেটাই আসল ছবি বলে দাবি করেছেন বজরং।

কেন ভিনেশদের আটক করা হয়েছিল?

রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করছিলেন, সেইসময় মিছিল করে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কুস্তিগিরদের। যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা এবং তাঁদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে) গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের সামনে মহিলাদের মহা পঞ্চায়েতেরও পরিকল্পনা ছিল কুস্তিগিরদের।

আরও পড়ুন: Wrestlers' protest: রাস্তায় পড়ে পদকজয়ী কুস্তিগিররা, মোদীর 'নয়া ভারতের' বার্তার দিনে 'লজ্জার' সাক্ষী দেশ

কিন্তু শুরুতেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিনেশ, অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকদের। তাঁদের আটক করা হয়। যেভাবে তাঁদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকা দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতারা। পুলিশের ভূমিকায় সরব হন টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।

আরও পড়ুন: Neeraj Chopra on wrestlers' protest: ‘দেখে খুব কষ্ট হচ্ছে’, পুলিশের হাতে অলিম্পিক্স পদকজয়ীদের 'হেনস্থায়' সরব নীরজ

যদিও দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক দাবি করেন, পুলিশের নির্দেশ উপেক্ষা করেই কুস্তিগিররা মিছিল শুরু করেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। তিনি বলেন, ‘আজ (রবিবার) দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। কারণ নয়া সংসদ ভবন উদ্বোধন হয়েছে। (সেই পরিস্থিতিতে) বিক্ষোভস্থল থেকে কোনও মিছিল না করার জন্য বারবার বলা হলেও তাঁরা সেটাই করতে থাকেন।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, কুস্তিগিরদের আচরণ চূড়ান্ত দায়ত্বজ্ঞানহীন ছিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

ঘরে বাইরে খবর

Latest News

ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.