আদর্শ বিচার ব্যবস্থা ও প্রশাসন বোঝাতে অনেক সময়ই ভারতে 'রাম রাজ্য' শব্দবন্ধটি ব্যবহার করা হয়। তবে সেই 'রাম রাজ্য' মোটেও আদর্শ ছিল না বলে দাবি করলেন কর্ণাটকের প্রসিদ্ধ লেখক তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক কেএস ভগবান। ভগবান আরও দাবি করেন যে ভগবান রাম সন্ধ্যায় স্ত্রী সীতার সঙ্গে বসে সুরাপান করতেন। লেখকের এহেন মন্তব্যে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কর্ণাটকের মাণ্ড্যয় একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন লেখক কেএস ভগবান। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দাবি করে থাকেন, রাম অযোধ্যায় ১১ হাজার বছর ধরে রাজত্ব করেছিলেন। তবে এই দাবি 'অসম্ভব' বলে দাবি করেন লেখক। (আরও পড়ুন: 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সম্রাট ও দরবারীরা নিরাপত্তাহীন', মোদীকে নিয়ে বিবিসির 'নিষিদ্ধ' তথ্যচিত্র টুইট মহুয়ার)
কেএস ভগবান বলেন, 'ভগবান রামকে কখনই আদর্শ বলা যায় না। রাম সন্ধ্যাবেলা তাঁর স্ত্রীর সঙ্গে বসে সুরাপান করতেন। দিনের বেশিরভাগ সময়ই তিনি মদ্যপান করে কাটাতেন। তিনি তাঁর স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। আর তা নিয়ে তাঁর মনে কোনও আক্ষেপও ছিল না। গাছের ছায়ায় বসে তপস্যা করছিলেন শম্ভুকা। তিনি একজন শুদ্র ছিলেন। রাম তাঁর শিরোচ্ছেদ করেছিলেন। এইরকম একজন মানুষ কীভাবে কারও আদর্শ হতে পারেন?' তিনি আরও বলেন, 'আমরা যদি বাল্মিকীর রামায়ণের উত্তরা খণ্ডটি ভালো করে পড়ি, তাহলেই জানতে পারব যে, ১১ হাজার বছর নয় (হিন্দুদের অনেকের বিশ্বাস), রাম অযোধ্য়ায় রাজত্ব করেছিলেন মাত্র ১১ বছর। এবং রামায়ণের এই অংশ থেকেই প্রমাণিত হয়ে যায় যে রাম কখনই একজন আদর্শ পুরুষ হতে পারেন না।'
প্রসঙ্গত, রামের সুরাপান নিয়ে আগেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কেএস ভগবান। ২০১৯ সালে তিনি বলেছিলেন, ' রাম যে শুধুমাত্র নিজে মদ্যপান করতেন, তাই নয়, নিজের স্ত্রীকেও তিনি সুরাপান করতে বাধ্য করতেন।' সেই সময় কেএস ভগবানের বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখিয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তবে এরপরও নিজের অবস্থানে অনড় থেকেছেন কেএস ভগবান। প্রফেসর এমএম কালবুর্গীর খুনের পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এই নিয়ে ২০১৫ সালে হিন্দুস্তান টাইমসকে কেএস ভগবান বলেছিলেন, 'আমি একটাই কথা বলতে চাই, যারা অধ্যাপক কালবুর্গী, গোবিন্দ পানসারে এবং নরেন্দ্র দাভোলকরকে হত্যা করেছে, এবং এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে: আপনি আমাদের আক্রমণ করতে পারেন এবং আমাদের টুকরো টুকরো করে ফেলতে পারেন কিন্তু আমাদের কাজ চলবে। তারা আমাকে মেরে ফেলতে পারে কিন্তু তাতে আমার অবস্থান পরিবর্তন হবে না।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup