ফের মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিগত মেয়াদকালে ট্রাম্পের সঙ্গে চিনের জিনপিংয়ের সম্পর্কের চড়াই উতরাই বিশ্ব আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ। সেই প্রেক্ষাপটে এবার মার্কিন প্রেসিডেন্টের গদিতে ফের ট্রাম্পের বসার খবর আসতেই চিন থেকে তাঁর জন্য শুভেচ্ছামূলক বার্তায় এসেছে ‘স্থায়ী ও মজবুত’ সম্পর্ক নিয়ে এগিয়ে চলার সুর।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সদ্য ডোনাল্ড ট্রাম্পকে তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান। মার্কিন প্রেসিডেন্ট পদে ফের একবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বসতেই জিনপিং-এর বার্তা,'ইতিহাস দেখা যায় যে, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা থেকে উপকৃত হয় এবং সংঘর্ষে ভোগান্তির শিকারহয়।' চিনের 'সিসিটিভি' চ্যানেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে জিনপিংয়ের বার্তা নিয়ে। জিনপিংয় বলেন,' একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই চিন-মার্কিন সম্পর্ক উভয় দেশের অভিন্ন স্বার্থে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।' জিনপিং তাঁর বার্তায় জোর দেন ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে আরও বেশি আলোচনা নিয়ে। যাতে ‘সম্ভবত.. ফারাক মিটিয়ে ফেলা যায়’, বলে বার্তা দেন জিনপিং। শি জিনপিং বলেন,' একটি সঠিক পথ খুঁজে বের করা যাক... এই নতুন যুগে একসাথে চলার জন্য, যাতে দেশ ও বিশ্ব উভয়েরই উপকার হয়।' চিনের ভাইস প্রেসিডেন্ট হাং জেংও তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান আমেরিকার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে।
এদিকে, মার্কিন নির্বাচনের প্রচারে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, দুই পক্ষই চিনকে নিয়ে কড়া পথে চলার বার্তা দিয়েছিলেন। সেই জায়গা থেকে কোভিড যুগে চিনকে নিয়ে বাইডেনের পদক্ষেপও বেশ নজর কাড়ে। তার আগে, চিনকে নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সুর চড়া করেছিলেন ট্রাম্প।
মোদীর ফোন ট্রাম্পকে:-
এদিকে, নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই জয়ের জন্য শুভেচ্ছার পাশপাশি তিনি দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। পাল্টা ডোনাল্ড ট্রাম্পও ‘মোদী ও ভারতকে সত্যিকারের বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন বলে খবর। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গোটা বিশ্ব মোদীকে ভালোবাসে। এমনই তথ্য সূত্র মারফৎ উঠে আসছে। তাছাড়াও এই কথপোকথনে তিনি বারবার নরেন্দ্র মোদীর স্তূতি করেন। সূত্র বলছে, মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,'ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদী একজন দারুন মানুষ।' এছাড়াও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।