আম আদমি পার্টি ছেড়ে এখন তিনি সমাজ সেবক হিসেবে কাজ করেন। কৃষক আন্দোলনের সময় তাঁকে দেখা গিয়েছিল অগ্রণী ভূমিকায়। এহেন যোগেন্দ্র যাদব এবার আম আদমি পার্টিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন। সম্প্রতি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করার পরই দাবি করা হয় যে বিজেপি নাকি দিল্লির উপমুখ্যমন্ত্রীকে তাদের দলে যোগ দিতে বলে। এই নিয়ে নাকি তাঁর কাছে ফোনও আসে। এই আবহে পুরোনো এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে আম আদমি নেতা পরমজিৎ কাটিয়াল জানাচ্ছেন যে তিনি নিজের দলের বিধায়কদের ফোন করে দাবি করেছিলেন যে নীতিন গডকরির তরফে এই ফোন করা হচ্ছে। যদিও তা ভুয়ো ফোন ছিল। এই গোটা ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব।
যোগেন্দ্র যাদব দাবি করলেন যে কেজরিওয়ালের নির্দেশেই বিজেপির নাম করে তাঁর দলের বিধায়ককে ফোন করা হয়েছিল। যোগেন্দ্রর দাবি, এই কথা জানার পরই তিনি আম আদমি পার্টি থেকে সরে দাঁড়ান। উল্লেখ্য, এর আগে একটু ডকুমেন্ট্রির ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে পরমজিৎ জানান যে তিনি নিজের দলের বিধায়কদের ফোন করেন বিজেপি নেতা পরিচয়ে। তিনি দল ভাঙানোর টোপ দিয়েছিলেন বিধায়কদের।
আরও পড়ুন: আদানি ছোঁয়াতে লম্বা লাফ NDTV-র শেয়ার দরে, সর্বোচ্চ পর্যায়ে সংস্থার গ্রাফ
এর আগে গত সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছিলেন যে বিজেপি তাঁকে তাদের দলে যোগ দিতে বলেছিল। এই আবহে ভারতীয় জনতা পার্টি মণীশ সিসোদিয়ার দাবি খারিজ করে দেয়। প্রসঙ্গত, গত শনিবার ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই আবহে মণীশ সিসোদিয়া বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে নাকি তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, বিরোধীরা বহুবার অভিযোগ করে এসেছে যে সিবিআই-ইডি জুজু দেখিয়ে অন্য দল ভাঙে বিজেপি। এই আবহে এবার এই অভিযোগ শোনা গেল মণীশ সিসোদিয়ার গলায়। তবে আম আদমি পার্টি অস্বস্তিতে ফেলে তাদের বিরুদ্ধে মুখ খুললেন কেজরির প্রাক্তন সহকর্মী যোগেন্দ্র যাদব।