বাংলা নিউজ > ঘরে বাইরে > ঘুরে দাঁড়াচ্ছে উত্তরপ্রদেশ, করোনা আবহে অভাব নেই শয্যা-অক্সিজেনের, দাবি যোগীর

ঘুরে দাঁড়াচ্ছে উত্তরপ্রদেশ, করোনা আবহে অভাব নেই শয্যা-অক্সিজেনের, দাবি যোগীর

ফাইল ছবি : ব্লুমবার্গ (HT_PRINT)

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণে কেসের গ্রাফ নিম্নমুখী। যোগীর দাবি, রাজ্যে শয্যা বা অক্সিজেনের কোনও অভাব নেই। 

দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে রকেট গতিতে। সাড়ে তিন লক্ষের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। এই আবহে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন যে তার রাজ্যে করোনা সংক্রমণে কেসের গ্রাফ নিম্নমুখী। পাশাপাশি এই আবহে যোগীর দাবি, রাজ্যে শয্যা বা অক্সিজেনের কোনও অভাব নেই। তবে কেবলমাত্র যাঁদের একান্তই অক্সিজেনের প্রয়োজন, শুধুমাত্র তাঁদেরই তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালেই অক্সিজেনের অভাব নেই। তিনি জানিয়েছেন, জীবনদায়ী এই গ্যাসের মজুতদারি ও সরবরাহ নিয়ে একটি অডিট করছে তাঁর সরকার। সেই কাজে বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।

আদিত্যনাথের স্পষ্ট বক্তব্য, 'রাজ্য়ের কোনও কোভিড হাসপাতালেই অক্সিজেনের অভাব নেই। তা সে সরকারি হোক বা বেসরকারি হাসপাতাল। আসল সমস্যা হল অক্সিজেনের কালোবাজারি ও মজুতদারি। যা কঠোর হাত দমন করা হবে। কালোবাজারি ও মজুতদারি আটকাতে পদক্ষেপ নেওয়া হবে। অক্সিজেনের চাহিদা, সরবরাহ এবং বণ্টনের উপর সারাক্ষণ নজরদারির ব্যবস্থা চালু করা হয়েছে।'

এদিকে এই আবহে রাজ্যবাসীকে সচেতন থাকারও বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। অপরদিকে অক্সিজেন প্ল্যান্ট নিয়ে এদিন দিল্লিকে খোঁচা দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'গত ৬ বছরে দিল্লিতে একটিও অক্সিজন প্ল্যান্ট তৈরি হয়নি। অন্যদিকে উত্তরপ্রদেশে গত ৪ বছরে ৩২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৭২টি অক্সিজেন কন্টেনার হাসপাতালে হাসপাতালে জীবনদায়ী গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে।'

 

ঘরে বাইরে খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.