বাংলা নিউজ > ঘরে বাইরে > Yogi Adityanath: বড়দিন শান্তিপূর্ণভাবে হোক, তবে ধর্মান্তরের ঘটনা যেন না ঘটে, নির্দেশ যোগীর

Yogi Adityanath: বড়দিন শান্তিপূর্ণভাবে হোক, তবে ধর্মান্তরের ঘটনা যেন না ঘটে, নির্দেশ যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। (FILE PHOTO) (HT_PRINT)

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালন করতে হবে। এর পাশাপাশি ধর্মীয় স্থানে লাউড স্পিকার বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যোগী। তিনি বলেন, ‘কয়েক মাস আগে আমরা ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার সরানোর নির্দেশ দিয়েছি।’

আগামীকাল দেশজুড়ে পালিত হবে বড়দিনের উৎসব। উত্তরপ্রদেশেও উদযাপন হবে বড়দিন। তার আগেই বড়দিন নিয়ে বিশেষ নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে বড়দিনের উৎসব পালন করতে বলেছেন যোগী। একইসঙ্গে এই উৎসবের আড়ালে যাতে কোনওভাবেই ধর্মান্তরের ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালন করতে হবে। এর পাশাপাশি ধর্মীয় স্থানে লাউড স্পিকার বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যোগী। তিনি বলেন, ‘কয়েক মাস আগে আমরা ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার সরানোর নির্দেশ দিয়েছি। বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আবারও বেশ কিছু জায়গায় লাউড স্পিকার লাগানো হচ্ছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়।’

অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড বন্ধ করারও নির্দেশ দিয়েছেন যোগী। তিনি বলেন, রাজ্যের কোনও জেলায় অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং রিকশা স্ট্যান্ড চালানো উচিত নয়। এই ধরনের স্ট্যান্ড অসামাজিক কার্যকলাপের জন্য অবৈধ অর্থ সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। তা অবিলম্বে বন্ধ করা উচিত। দুষ্কৃতীদের বিরুদ্ধেও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বেআইনি মদের বিক্রি ও কেনাকাটা বন্ধ করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বন্ধ করুন