সংস্কৃত স্কলারশিপ স্কিম। সেই স্কিমের চেক বিলি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০০ থেকে ৯০০ টাকার চেক বিলি করেছেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একেবারে ট্রোলের বন্যা। নানা জনে নানা কথা বলছেন। এমনকী নেটিজেনদের একাংশের দাবি, প্রচারের জন্য পড়ুয়াদের ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার। এনিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে রীতিমতো তিরস্কার করা হয়েছে।
রবিবার সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্যের সংস্কৃত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়েছে। আর সেখানে যোগী আদিত্যনাথ ৩০০ টাকা থেকে ৯০০ টাকারও স্কলারশিপ বিলি করেছেন। এনিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আদিত্যনাথ সমস্ত অধ্যাপক, শিক্ষার্থী এবং অধ্যক্ষদের স্বাগত জানান। তিনি বলেন, দীপাবলির অনুষ্ঠানের ঠিক আগে স্কলারশিপ প্রকল্প চালু করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। দেশের ভাষা ও সংস্কৃতির জন্য এই উদ্বোধন খুবই গুরুত্বপূর্ণ।
উত্তরপ্রদেশে গুরুকুলের ধাঁচে সংস্কৃত স্কুল চালু করার পরিকল্পনা
এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ জুড়ে আবাসিক গুরুকুল ধাঁচের সংস্কৃত স্কুলগুলিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা ঘোষণা করেন।
সংস্কৃতের সারমর্ম সম্পর্কে আদিত্যনাথ বলেছিলেন, ‘যখন কেউ ভক্তিতে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে, তখন তারা সংস্কৃতের শক্তি উপলব্ধি করতে পারে’
আমি সর্বদা অবাক হয়েছি যে কীভাবে সংস্কৃত মানুষের মধ্যে একটি অপরিচিত ভাষা হয়ে উঠেছে তবে কিছু শিক্ষার্থী এটি অনুসরণ করার ঐতিহ্য অব্যাহত রেখেছে। তবে, ২০১৭ সালে ভাষাটি তার প্রাপ্য সম্মান পেয়েছে এবং এখন আমরা সকলেই ভাষা শেখার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করেছি। বলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশে দেড় লক্ষেরও বেশি পড়ুয়া সংস্কৃত শিখছে: যোগী
মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশে আজ দেড় লক্ষ পড়ুয়া রয়েছে যারা সংস্কৃত ভাষা শিখছে এবং সংস্কৃতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।
তিনি আরও বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশ সংস্কৃত এবং দেশের সংস্কৃতির প্রতি আরও নিবেদিত হয়েছিল।
যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দেশ সংস্কৃত এবং দেশের সংস্কৃতির প্রতি আরও নিবেদিত হয়েছে। সংস্কৃত শুধু একটি ভাষা নয়, আমরা চাই এটি বিশ্বজুড়ে যোগাযোগের উচ্চতর স্তরে পৌঁছে যাক।
এদিন বারাণসীতে কাল ভৈরব ও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী।
(পিটিআই ইনপুট সহ)