বাংলা নিউজ > ঘরে বাইরে > Yogi Adityanath: যোগীর শপথগ্রহণে আমন্ত্রিত হতে পারেন সোনিয়া-অখিলেশও, মোটামুটি পাকা দিনক্ষণ

Yogi Adityanath: যোগীর শপথগ্রহণে আমন্ত্রিত হতে পারেন সোনিয়া-অখিলেশও, মোটামুটি পাকা দিনক্ষণ

Gorakhpur: Uttar Pradesh CM Yogi Adityanath celebrates Holi festival with BJP supporters and workers, in Gorakhpur, Saturday, March 19, 2022. (PTI Photo)(PTI03_19_2022_000015B) (PTI)

যোগী ২.০ সরকারের সদস্য কারা হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে।

২৫ মার্চ লখনউতে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শপথগ্রহণ করতে পারেন যোগী আদিত্যনাথ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী। তাঁর সঙ্গে তাঁর নতুন সরকারের সদস্যরাও শপথগ্রহণ করতে পারেন সেদিন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ছাড়াও বিজেপির একাধিক হাইপ্রোফাইল নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হতে পারে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও।

জানা গিয়েছে, সোনিয়া-অখিলেশ ছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকেও আমন্ত্রণ জানানো হতে পারে অনুষ্ঠানে। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীকেও জানানো হবে আমন্ত্রণ। তাছাড়া রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী তথা উত্তরপ্রদেশ নির্বাচনী প্যানেলের ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান, সহ-ইনচার্জ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থাকবেন অনুষ্ঠানে। প্রায় সমস্ত বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজেপির জোটসঙ্গী - আপনা দল (সোনেলাল) এবং নিষাদ দলের শীর্ষ নেতৃ্ত্বও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এই দুই দল এবারের নির্বাচনে সম্মিলিতভাবে ১৮টি আসন জিতেছে। এই দুই দলের নেতারাই দিল্লিতে বিজেপি নেতৃত্বের সাথে দেখা করেছেন সম্প্রতি। রাজ্য সরকারে নিজেদের দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে আশাবাদী এই দুই দল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের সম্ভাব্য সদস্যদের নাম হোলির পর জানা যাবে। বর্তমানে যোগী আদিত্যনাথ গোরক্ষপুরে আছেন হোলি পালন করার জন্য। তবে জানা গিয়েছে, ওবিসি এবং দলিতদের প্রতিনিধিত্ব এবার সরকারে বাড়তে পারে। পাশাপাশি মহিলাদের প্রতিনিধিত্বও বাড়তে পারে এবারের যোগী ২.০ সরকারে।

 

বন্ধ করুন