বাংলা নিউজ > ঘরে বাইরে > Love jihad law: ‘লাভ জেহাদে’ যাবজ্জীবন সাজার সওয়াল উত্তরপ্রদেশ সরকারের, সমালোচনায় বিরোধীরা

Love jihad law: ‘লাভ জেহাদে’ যাবজ্জীবন সাজার সওয়াল উত্তরপ্রদেশ সরকারের, সমালোচনায় বিরোধীরা

লাভ জিহাদ নিয়ে আরও কঠোর যোগী সরকার, তীব্র সমালোচনায় বিরোধীরা (PTI)

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সাংবাদিকদের বলেন, যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। বিজেপি নেতা মহসিন রাজা বলেছেন, এই আইনটি যখন সংশোধন করা হবে তখন এটি অবৈধ ধর্মান্তর মোকাবেলায় ব্যাপকভাবে সাহায্য করবে। 

উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’-এর মতো অপরাধের ক্ষেত্রে আরও কড়া শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। প্রথমবারের মতো এসব অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি কার্যকর করতে চাইছে সরকার।সোমবার রাজ্য বিধানসভায় বেআইনি ধর্মান্তর নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল ২০২৪ পেশ করেছে। তাতেই এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে যোগী সরকার ও বিজেপির সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। প্রস্তাবিত সংশোধনী বিলকে বিজেপি সঠিক পদক্ষেপ হিসাবে স্বাগত জানালেও সমাজবাদী পার্টি এটিকে একটি ‘বিভাজনমূলক’ পদক্ষেপ বলে অভিহিত করেছে, যার লক্ষ্য সমাজে বিদ্বেষ তৈরি করা।

আরও পড়ুন: ‘লাভ জেহাদ’ ইস্যু তুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সাংবাদিকদের বলেন, যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। বিজেপি নেতা মহসিন রাজা বলেছেন, এই আইনটি যখন সংশোধন করা হবে তখন এটি অবৈধ ধর্মান্তর মোকাবেলায় ব্যাপকভাবে সাহায্য করবে। কারণ অনেক লাভ জেহাদের ঘটনা সামনে আসছে যেখানে মিথ্যে পরিচয় দিয়ে গোপনে বিয়ে করে মেয়েকে ধর্মান্তরিত করতে বাধ্য করা হচ্ছে। তাঁর কথায়, ‘যদি কোনও ব্যক্তি মেয়ে মিথ্যা পরিচয় দিয়ে মেয়ের জীবন নিয়ে খেলা করে তাহলে অপরাধীকে কেন জবাবদিহি করতে হবে না? একজন প্রতারক যদি তার পরিচয় গোপন করে এবং বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে কোনও মেয়েকে বিয়ে করে, তাহলে কেন এমন লোকদের আইনের আওতায় আনা যাবে না?’

অন্যদিকে, সমাজবাদী পার্টি, লাভ জেহাদ সম্পর্কিত আইনে সংশোধন আনার জন্য যোগী আদিত্যনাথ সরকারের নিন্দা করেছে। তাদের বক্তব্য, এটি নেতিবাচক রাজনীতি ছাড়া আর কিছুই নয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিজেপির বিদ্বেষ এতে স্পষ্ট হচ্ছে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ একটি ভিডিয়ো বার্তায় বলেছেন, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই লাভ জেহাদের আইন রয়েছে। কেউ যদি কোনও উদ্দেশ্য নিয়ে কাউকে তার প্রেমের ফাঁদে ফেলে, তবে তার জন্য একটি আইন আছে। কিন্তু, বিজেপি এসব নিয়েই মাথা ঘামাতে ব্যস্ত। বেকারত্ব ও পেপার ফাঁস নিয়ে কিছু করতে চায়ছে না।

উল্লেখ্য, ২০২১ সালে আইনসভায় পাস করে আনুষ্ঠানিকভাবে বৈধ করা হয়েছিল এই আইন। সেই সময় এই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল ১০ বছর এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সোমবার প্রস্তাবিত বিলে অপরাধের পরিধি ও শাস্তি দুটোই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পরবর্তী খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.