বাংলা নিউজ > ঘরে বাইরে > কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী থারুরের পাশে কি গান্ধী পরিবার থাকবে?

কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী থারুরের পাশে কি গান্ধী পরিবার থাকবে?

শশী থারুর ও সোনিয়া গান্ধী।(PTI Photo) (PTI)

তিরুবনন্তপুরমে এমপি শশী থারুর। তিনি বলেন, একেবারে কনফিডেন্স নিয়েই ভোটে লড়া দরকার। আমি ফর্ম পেয়েছি। সকলের সঙ্গে কথা বলছি। কিন্তু তিনি কি নেহেরু, গান্ধী পরিবারের সমর্থন পাবেন?

কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনকে ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। কে বসবেন ওই পদে? তার মধ্যে কংগ্রেস নেতা শশী থারুর দাবি করলেন, কংগ্রেস সভাপতি পদে গোটা দেশ থেকে তাঁর প্রতি সমর্থন রয়েছে।এদিকে অশোক গেহলট সভাপতি হতে পারবেন কি না তা নিয়ে নানা সংশয় দানা বেঁধেছে। তার মধ্যেই এবার নয়া দাবি করলেন শশী থারুর। তিনি কেরলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বলেও খবর। তাঁর কথায় এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার ছিল।

কংগ্রেস সভাপতি পদে তাঁর মনোনয়ন জমা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যখন মনোনয়নপত্র জমা দিচ্ছিলাম তখন কেমন উৎসাহ দেখেছিলেন সকলের মধ্যে! বিভিন্ন রাজ্য় থেকে নেতা-কর্মীরা বলছেন আমি যাতে এই লড়াইতে থাকি।

তিনি জানিয়েছেন, আমি লড়াইতে থাকতে চাই। তবে ৩০সেপ্টেম্বরের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। আসলে ওই দিনটাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

তিরুবনন্তপুরমে এমপি শশী থারুর। তিনি বলেন, একেবারে কনফিডেন্স নিয়েই ভোটে লড়া দরকার। আমি ফর্ম পেয়েছি। সকলের সঙ্গে কথা বলছি। কিন্তু তিনি কি নেহেরু, গান্ধী পরিবারের সমর্থন পাবেন?

এনিয়ে শশী থারুর জানিয়েছেন, তিনি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এনিয়ে কথাবার্তা বলেছেন। তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁদের এক্ষেত্রে কোনও ব্যাপার নেই। কেরলে দলীয় কর্মীদের কাছ থেকেও তিনি সমর্থন চেয়েছেন।

সূত্রের খবর,গত সোমবার শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। সোনিয়া জানিয়েছিলেন, তিনি এক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেবেন।

 

 

 

বন্ধ করুন