ফের রাহুলের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল এমপি শত্রুঘ্ন সিনহা। এর আগেও দলের তরফে এনিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল বলে খবর। কিন্তু তিনি যে সেসব পাত্তা দিচ্ছেন না তা আরও একবার প্রমাণ করলেন বিহারী বাবু। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর মুখকে আপনি অস্বীকার করতে পারবেন না।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জাতীয় রাজনীতিতে জোট করে বাজিমাত করতে চাইছে তৃণমূল। এমনকী প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার জন্য় বিগতদিনেও নানা উদ্যোগ নিয়েছিলেন দলীয় নেতৃত্ব। কিন্তু দলের সেই লাইনে হাঁটতে চান না তিনি শত্রুঘ্ন। তিনি বার বারই রাহুলের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করছেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, ২০২৪ সালে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে আপনি রাহুল গান্ধীকে অস্বীকার করতে পারেন না। ভারত জোড়ো যাত্রা একেবারে বৈপ্লবিক ব্যাপার। তবে ২০২৪ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় হবেন গেম চেঞ্জার। খেলা ঘুরিয়ে দেবেন।
তাঁর মতে,বিহারের উপ মুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব বিহারের ভবিষ্যৎ। তাঁর মতে তেজস্বী কাজকর্ম ভালোই করছেন। ভালো অভিজ্ঞতা সঞ্চয় করছেন তিনি। তাঁর মতে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যোগ্যতার তুলনায় সমর্থনটা বেশি জরুরী। তাঁর কথায় পিএম চা বেচতেন এটা আমি বিশ্বাস করি না। এসব নিজেকে তুলে ধরার জন্য় বলা হয়।
তাঁর মতে নীতীশ কুমার বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট করার কাজ করছেন। এটা ভালো দিক। তিনি সফল নেতা। বিরোধীদের একছাতার তলায় আনতে তিনি ভালো কাজ করছেন।
তবে এবারই প্রথম নয়। এর আগেও তিনি বার বারই রাহুলের প্রশংসা করেছেন। বিগত দিনে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, ‘আজ সম্পর্ক ভাল নয় বলে আগামীকাল যে ভাল হবে না, তার কোনও মানে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বড় বিরোধী দলগুলি যদি একজোট হয়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ ভাল সাড়া ফেলেছে। রাহুল গান্ধীর ক্যারিশমা কাজ করতে শুরু করেছে। আমার মনে হয়, রাহুলের এই কর্মসূচিতে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দ্বিগুণ আসন পাবে।’ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা ঘুরিয়ে দেবেন’ বলেও মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup