তরজা একেবারে পুরোদমে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অপরদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, 'প্রধানমন্ত্রী আপনি আপনার বক্তব্যে মেক ইন ইন্ডিয়ার কোনও উল্লেখ করলেন না!
প্রধানমন্ত্রীর এটা মেনে নেওয়া উচিত যে মেক ইন ইন্ডিয়া একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা ব্যর্থ হয়েছে। উৎপাদনক্ষেত্রে ২০১৪ সালের জিডিপিতে যেখানে ১৫.৩ শতাংশ ছিল সেখানে সেটা পড়ে গিয়ে হয়েছে ১২.৬ শতাংশ। গত ৬০ বছরে এটা একেবারে সর্বনিম্ন।
ভারতের যুব সম্প্রদায়ের কাজের দরকার। সাম্প্রতিক সময়ে কোনও সরকার তা সে এনডিএ বা ইউপিএ কেউই এই সমস্যা মেটাতে পারেনি। আমাদের এখানে একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে। যার মাধ্য়মে উৎপাদনক্ষেত্রের উন্নতি আবার ফিরে আসে। আগামী দিনে যাতে বিশ্ব অর্থনীতির সঙ্গে পাল্লা দেওয়া যায়।
নতুন প্রযুক্তির উপর ফোকাস করা দরকার যেমন ইলেকট্রিক মোটরস, ব্যাটারি, অপটিকস আর এআই। এটাই হল উৎপাদন ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। এর মাধ্য়মে কর্মসংস্থানও ফিরিয়ে আনা যায়। '
রাহুল গান্ধী লিখেছেন, ‘চিন আমাদের থেকে ১০ বছর এগিয়ে রয়েছে। তাদের শক্তিশালী শিল্প সিস্টেম রয়েছে। সেকারণে আমাদের চ্যালেঞ্জ করার মতো আত্মবিশ্বাস তাদের রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য আমাদের উৎপাদনক্ষেত্রকে উন্নত করতে হবে সেকারণে আমাদের দিশা আর পরিকল্পনার প্রয়োজন।’ লিখেছেন রাহুল গান্ধী।
চিন যে ভারতের থেকে ১০ বছর এগিয়ে রয়েছে সেকথা উল্লেখ করলেন রাহুল গান্ধী। তবে এই বার বার চিনের কথা উল্লেখ করা নিয়ে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি। ফের সেই চিনকেই এগিয়ে রাখলেন রাহুল গান্ধী।
এর আগে কী বলেছিলেন রাহুল গান্ধী?
রাহুল বলেছিলেন, মানুষ এআইয়ের কথা বলেন। কিন্তু তথ্য ছাড়া এআইয়ের কোনও মানে হয় না। আর আমরা যদি তথ্যের দিকে তাকাই সেখানে একটা বিষয় খুব পরিস্কার। … এই তথ্য কাজে লাগে ফোন তৈরির ক্ষেত্রে, এই তথ্য কাজে লাগে ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যে ডেটা তার প্রায় সবটারই মালিক হল চিন। আর পরিষেবা সংক্রান্ত যে ডেটা তার মালিক হল আমেরিকা।
রাহুল বলেছিলেন, চিন অন্তত এই ক্ষেত্রে ভারতের থেকে ১০ বছর এগিয়ে আছে। চিন ব্যাটারি, রোবট, মোটর সহ নানা ক্ষেত্র নিয়ে কাজ করছে। গত ১০ বছর ধরে তারা এই সব নিয়ে কাজ করছে। আর আমরা এই কাজে পিছিয়ে রয়েছি।
এরপরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তিনি যতবার চিনের নাম উল্লেখ করেছেন ততবার সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মালব্য লিখেছিলেন, ৪৫ মিনিটের বক্তব্যে রাহুল গান্ধী অন্তত ৩৪ বার চিন শব্দটি উল্লেখ করেছেন।