বাংলা নিউজ > ঘরে বাইরে > Janmashtami in Bangladesh: আমার যা অধিকার, আপনাদেরও তাই: জন্মাষ্টমীতে বাংলাদেশের হিন্দুদের বললেন শেখ হাসিনা

Janmashtami in Bangladesh: আমার যা অধিকার, আপনাদেরও তাই: জন্মাষ্টমীতে বাংলাদেশের হিন্দুদের বললেন শেখ হাসিনা

হিন্দুধর্মের মানুষকে কী বললেন শেখ হাসিনা?

Bangladesh PM Hasina Addresses The Hindu Community On Janmashtami: জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজেদের সংখ্যালঘু ভাববেন না। দেশের হিন্দু সম্প্রদায়কে এই কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথায়, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার।’

শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বার্তা দেন তিনি। বলেন, ‘এদেশের মাটিতে সকলের সমান অধিকার। আমার যা অধিকার, আপনাদেরও তাই।’ এদিন জন্মষ্টমী উদ্‌যাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কর্মকর্তাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের সময়ে এই কথা বলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন হাসিনা। সেখানেও বলেছিলেন, ‘সনাতন হিন্দু সম্প্রদায়কে বলব, আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। আপনারাও সমান নাগরিক অধিকার পাবেন।’ পাশাপাশি তিন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন হীনমন্যতায় না ভোগেন। বাংলাদেশের নাগরিকরা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সকলের সমান অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী এর সঙ্গে বলেন, দুষ্টু লোক সবধর্মেই রয়েছে। আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারলে আর দুষ্টু লোকেরা কোনও ক্ষতিসাধন করতে পারবে না। এর পরে জন্মাষ্টমীর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, প্রত্যেক ধর্মই অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছে। শান্তির ও প্রগতির কথা বলেছে। মানুষের ক্ষতির কথা বলেনি। শ্রী কৃষ্ণও সে কথাই বলে গিয়েছেন। এর পরেই দেশে বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কখনও একটা ব্যতিক্রমী অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে প্রচার করা হয়, সেখানকার হিন্দু সম্প্রদায় নানা অধিকার থেকে বঞ্চিত। এটি নিয়ে তাঁর আফসোস রয়েছে বলেও জানান হাসিনা। কিন্তু তাঁর সরকার এবং আওয়ামি লিগ কোনও ধর্ম-সম্প্রদায়কেই ছোট মনে করে না, এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.