ভোটের আগে জমে উঠেছে যমুনাকে নিয়ে লড়াই।
দূষিত যমুনা নিয়ে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার আক্রমণ অব্যাহত রেখেছেন।
রাহুল বলেন, পাঁচ বছর আগে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি যমুনা নদীতে স্নান করবেন এবং যমুনা নদীর জল পান করবেন। পাঁচ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেজরিওয়ালজি যমুনার জল পান করেননি। আপনাকে নোংরা জল পান করতে হবে কিন্তু কেজরিওয়ালজি একটি শীশমহলে থাকেন। কোটি কোটি টাকার বাড়িতে থাকেন তিনি। তিনি পরিষ্কার জল পান করেন এবং আপনাদের মিথ্যা বিবৃতি দেন,' দিল্লির বাওয়ানায় একটি সমাবেশে রাহুলকে উদ্ধৃত করে এএনআই একথা জানিয়েছে।
দিল্লিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যমুনা নদী পরিষ্কার করবেন এবং তার জল পান করবেন। আমি ওকে চ্যালেঞ্জ করছি আজ গিয়ে যমুনা নদীর জল খেয়ে নিন। কংগ্রেস আর অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এটাই পার্থক্য। কেজরিওয়ালজি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন। বলেন কেজরিওয়াল।
আমরা কর্মসংস্থান, উন্নয়ন ও অগ্রগতির কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শীলা দীক্ষিতের আমলে দিল্লিতে রাস্তা তৈরি হয়েছিল। উন্নয়ন হয়েছে। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিইনি। কেজরিওয়ালজি এবং মোদীজি দু'জনেই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন রাহুল গান্ধী।
হরিয়ানা থেকে দিল্লিতে যমুনা নদীর জল প্রবেশ করানো নিয়ে কেজরিওয়ালের দাবি নিয়ে বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীর এই আক্রমণ। বিজেপি এবং কংগ্রেস উভয়ই আপ আহ্বায়কের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
এদিকে তাঁর অভিযোগের স্বপক্ষে তথ্যগত প্রমাণ দিতে বলেছে নির্বাচন কমিশন।
সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন কেজরিওয়ালকে নির্দেশ দিয়েছে, ২৯ জানুয়ারি রাত ৮টার মধ্যে অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া, বিশেষ করে তথ্যগত ও আইনি ম্যাট্রিক্স এবং তার প্রমাণের সমর্থন, যাতে কমিশন বিষয়টি খতিয়ে দেখতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়।
(এএনআই ইনপুট সহ)