বাংলা নিউজ > ঘরে বাইরে > Assam: গ্রামবাসীর শিরচ্ছেদ করে কাটা মুণ্ডু নিয়ে ২৫ কিমি হেঁটে থানায় যুবক

Assam: গ্রামবাসীর শিরচ্ছেদ করে কাটা মুণ্ডু নিয়ে ২৫ কিমি হেঁটে থানায় যুবক

ধৃত যুবক টুনিরাম মাদ্রি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার স্বাধীনতা দিবসে সেখানে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়। সেই ফুটবল ম্যাচে ৫০০ টাকা বাজি রাখার জন্য টুনিরামের কাছে ধার চেয়েছিল হেমরাম। কিন্তু টুনিরাম তাকে সেই টাকা দিতে অস্বীকার করেছিল।

কসাইখানায় ছাগল না নিয়ে যাওয়ায় নিজের গ্রামের এক ব্যক্তির শিরচ্ছেদ করে দিল এক যুবক। শুধু তাই নয় কাটা মুণ্ডু নিয়ে ২৫ কিলোমিটার পথ হেঁটে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করল ওই যুবক। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল অসমের সোনিতপুর জেলায়। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম টুনিরাম মাদ্রী। মৃতের নাম বয়লা হেমরাম। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই অস্ত্রটিও পুলিশের হাতে তুলে দিয়েছে ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার স্বাধীনতা দিবসে সেখানে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়। সেই ফুটবল ম্যাচে ৫০০ টাকা বাজি রাখার জন্য টুনিরামের কাছে ধার চেয়েছিল হেমরাম। কিন্তু টুনিরাম তাকে সেই টাকা দিতে অস্বীকার করেছিল। টুনিরামও ম্যাচে বাজি ধরেছিল। ম্যাচ শেষে সে একটি ছাগল জেতে। এরপর টুনিরাম হেমরামকে ওই ছাগলটি কসাইখানায় নিয়ে যেতে বলে। হেমরাম তাতে অস্বীকার করেন। এতেই ক্ষুব্ধ হয়ে টুনিরাম ধারালো অস্ত্র দিয়ে হেমরামের শিরচ্ছেদ করে দেয় বলে অভিযোগ।

পুলিশ জানায়, ওই ব্যক্তিকে হত্যার পর কাটা মুণ্ডু নিয়ে প্রথমে বাড়ি চলে অভিযুক্ত। ঘটনায় তার দাদা তাকে মারধর করলে সে পালিয়ে যায়। পরে টুনিরাম ২৫ কিলোমিটার পায়ে হেঁটে থানায় পৌঁছয় এবং বিচ্ছিন্ন মাথা নিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে, এবং মামলার সমস্ত দিক তদন্ত করা হচ্ছে।

বন্ধ করুন