বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘দাদুর’ জন্য 'বিনা কারণে' অক্সিজেন চেয়ে টুইট যুবকের, বাড়ি পৌঁছে গেল যোগীর পুলিশ

‘দাদুর’ জন্য 'বিনা কারণে' অক্সিজেন চেয়ে টুইট যুবকের, বাড়ি পৌঁছে গেল যোগীর পুলিশ

প্রতীকী ছবি (AFP)

কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

‌দেশে প্রবল অক্সিজেনের সংকট চলছে। এই পরিস্থিতিতে ‘কোনও কারণ ছাড়াই’ অক্সিজেন সিলিন্ডার চেয়ে টুইট করে বসেন আমেঠির এক যুবক।এই ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজের জন্য ইতিমধ্যে ওই যুবককের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি।

গত সোমবার (২৬ এপ্রিল) টুইটটি করে আমেঠির যুবক শশাঙ্ক যাদব। শশাঙ্ক টুইটারে লেখেন, তাঁর দাদুর জন্য অক্সিজেনের খুব প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই টুইটটি দেখেন আমেঠির সাংসদ স্মৃতি ইরানি। তিনি প্রথমে ওই যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।কিন্তু সুইচ অফ পান।এরপর সাংসদ জেলা শাসক ও চিফ মেডিক্যাল অফিসারকে নির্দেশ দেন, বিষয়টি দেখার জন্য। জেলা শাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বারবার ওই যুবককে ফোন করতে থাকেন।কিন্তু পাননি। শেষপর্যন্ত পুলিশ তাঁর মোবাইল লোকেশন সার্চ করে যাদবের বাড়ি পৌঁছে যান।

আমেঠির পুলিশ সুপার সন্তোষ সিং জানান, ‘‌পুলিশ যখন রাত দুটোর সময় তাঁর বাড়ি গিয়ে পৌঁছোয়, তখন দেখা যায়, ওই যুবক ঘুমোচ্ছেন।’‌ কিন্তু ওই যুবক অক্সিজেন সিলিন্ডার কেন চেয়েছিলেন?‌ এর উত্তরে ওই যুবক পুলিশকে জানায়, তাঁর চেনাজানা ৮৮ বছরের এক আত্মীয়ের অক্সিজেন সিলিন্ডারের খুব প্রয়োজন ছিল। ওই ব্যক্তি কোভিড আক্রান্ত নন।ডাক্তাররাও তাঁকে অক্সিজেন সিলিন্ডার আনতে বলেননি। সব ঘটনা জানার পর পুলিশ ওই যুবককে অকারণে আতঙ্ক সৃষ্টির জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যাদবকে গ্রেফতার করা হয়নি। তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.