প্রেমিকার সঙ্গে ব্রেক আপের পর থেকেই অবসাদে ছিলেন প্রেমিক। আর সেই অবসাদের জেরে মশা মারার তেল খেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন যুবক। সোশ্যাল মাধ্যমে লাইভে এসে ওই যুবক মশা মারার তেল খেয়ে নেন। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: লেক গার্ডেন্সে প্রেমিকাকে গুলি করে যুবকের আত্মহত্যার নেপথ্যে ত্রিকোণ প্রেম!
জানা গিয়েছে, ওই যুবক নারাইচের সতী নগরে একটি ভাড়া ঘরে থাকেন। তিনি মূলত আগ্রার বাইরের বাসিন্দা। তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি গত কয়েকদিন ধরে তাকে মারাত্মক বিষণ্নতায় ডুবে ছিলেন। তা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে লাইভে এসে ওই যুবক মশা মারার তেল খেয়ে ফেলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে বসে একটি কাপে মশা মারার তেল ঢেলে সেটি খাচ্ছেন। তাতে প্রথম চুমুক দেওয়ার পর তিনি অস্বস্তি বোধ করে। এভাবেই তিনবার চুমুক দিয়ে সব তেল খেয়ে ফেলেন।
সেই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই একজন পুলিশকে এবিষয়ে জানান। এরপর পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়। শনিবার ভোর সাড়ে ৩ টের দিকে ওই যুবকের ঘরে পৌঁছয় পুলিশ। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ঘরে দরজা ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে। ঘরের মধ্যে যুবককে যন্ত্রণায় ছটফট করতে দেখে যমুনা থানার পুলিশ। এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, যুবকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । এখন তিনি বিপদ মুক্ত।
এই ঘটনায় পুলিশ জানিয়েছে, পুলিশ কমিশনারের মিডিয়া সেল থেকে একটি সতর্ক বার্তা পেয়েছিল তারা। সেই সতর্ক বার্তা পাওয়ার পরে কনস্টেবল দুর্গা শঙ্কর এবং মনোজ কুমার তৎপরতার সঙ্গে যুবকের খোঁজে বেরিয়ে পড়েন। শেষমেষ পুলিশ পৌঁছে ঘরের দরজায় ধাক্কা দেয়। কোনও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতে হয়। সেখানে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ নিশ্চিত করেছে ওই যুবক মশা মারার তেল খেয়েছিলেন। ইতিমধ্যেই এ বিষয়ে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন তৎপরতার জন্য পুলিশকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।